ekhono sei brindabone - sahana bajpaie lyrics
[pre*chorus]
কালার বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে
এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনও সেই বৃন্দাবনে
[chorus]
কালার বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে
এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনও সেই বৃন্দাবনে
[verse 1]
আজও সেই গাভীগুলি গোচরণে ছড়ায় ধূলি
আজও সেই গাভীগুলি গোচরণে ছড়ায় ধূলি
সখা সনে কোলাকুলি
সখা সনে কোলাকুলি রাখাল রাজে রে
[refrain]
এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনও সেই বৃন্দাবনে
[verse 2]
আজও সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী
আজও সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী
অষ্ট সখীর শিরোমণি
অষ্ট সখীর শিরোমণি নবসাজে রে
[refrain]
এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনো সেই বৃন্দাবনে
[verse 3]
আজও সেই নীল যমুনায় জল আনিতে যায় ললনায়
আজও সেই নীল যমুনায় জল আনিতে যায় ললনায়
কৃষ্ণ আসে সেই ছলনায়
কৃষ্ণ আসে সেই ছলনায় কদম তলে রে
[bridge]
আশা ছিলো মনে মনে, যাবো আমি বৃন্দাবনে
আশা ছিলো মনে মনে, যাবো আমি বৃন্দাবনে
ভবা পাগলা রয় বাঁধনে
ভবা পাগলা রয় বাঁধনে মায়ার মাঝে রে
[refrain]
এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনও সেই বৃন্দাবনে
[pre*chorus]
ও কালার বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে
এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনও সেই বৃন্দাবনে
[chorus]
এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে
এখনও সেই বৃন্দাবনে
Random Song Lyrics :
- успела его… (she managed it…) - rvmzes lyrics
- 404.error - ashli willow lyrics
- you know what? (down the barrel v2) - nekozuna lyrics
- like the sun - ok hotel lyrics
- sarang - 茜屋日海夏 (himika akaneya) lyrics
- asterion (english) - путь (pathway)[ru] lyrics
- frontiers - trust the mask lyrics
- when i die - fanny lumsden lyrics
- 80z* - porter b lyrics
- zag da wie's geht (baron solotrack) - listig lustig lyrics