lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ei je tomar prem - sahana bajpaie lyrics

Loading...

এই*যে তোমার প্রেম, ওগো হৃদয়হরণ
এই*যে তোমার প্রেম, ওগো হৃদয়হরণ
এই*যে পাতায় আলো নাচে সোনার বরন
হৃদয়হরণ
এই*যে তোমার প্রেম, ওগো হৃদয়হরণ

এই*যে মধুর আলসভরে
মেঘ ভেসে যায় আকাশ ‘পরে
এই*যে মধুর আলসভরে
মেঘ ভেসে যায় আকাশ ‘পরে
এই*যে বাতাস দেহে করে অমৃতক্ষরণ
হৃদয়হরণ
এই*যে তোমার প্রেম, ওগো হৃদয়হরণ

প্রভাত*আলোর ধারায় আমার নয়ন ভেসেছে
এই তোমারি প্রেমের বাণী প্রাণে এসেছে
প্রভাত*আলোর ধারায় আমার নয়ন ভেসেছে
এই তোমারি প্রেমের বাণী প্রাণে এসেছে
তোমারি মুখ ওই নুয়েছে, মুখে আমার চোখ থুয়েছে
তোমারি মুখ ওই নুয়েছে, মুখে আমার চোখ থুয়েছে
আমার হৃদয় আজ ছুঁয়েছে তোমারি চরণ
হৃদয়হরণ

এই*যে তোমার প্রেম, ওগো হৃদয়হরণ
এই*যে পাতায় আলো নাচে সোনার বরন
হৃদয়হরণ
এই*যে তোমার প্রেম, ওগো হৃদয়হরণ

Random Song Lyrics :

Popular

Loading...