ami apar hoye - sahana bajpaie lyrics
[chorus]
আমি অপার হয়ে বসে আছি
ওহে দয়াময়
পাড়ে লয়ে যাও আমায়
[refrain]
পাড়ে লয়ে যাও আমায়
[verse 1]
আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিলো পাটে
আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিলো পাটে
ও আমি তোমা বিনে ঘোর সংকটে
না দেখি উপায়
[refrain]
পাড়ে লয়ে যাও আমায়
[chorus]
ও আমি অপার হয়ে বসে আছি
ওহে দয়াময়
পাড়ে লয়ে যাও আমায়
[verse 2]
নাই আমার ভজন সাধন
চিরদিন কুপথে গমন
নাই আমার ভজন সাধন
চিরদিন কুপথে গমন
ও আমি নাম শুনেছি পতিত পাবন
আমি নাম শুনেছি পতিত পাবন
তাইতে দেই দোহাই
[refrain]
পাড়ে লয়ে যাও আমায়
[chorus]
ও আমি অপার হয়ে বসে আছি
ওহে দয়াময়
পাড়ে লয়ে যাও আমায়
[verse 3]
অগতির না দিলে গতি
ঐ নামে রবে অখ্যাতি
অগতির না দিলে গতি
ঐ নামে রবে অখ্যাতি
ও ফকির লালন বলে
ও ফকির লালন কয়, অকুলের পতি
কে বলবে তোমায়?
[refrain]
পাড়ে লয়ে যাও আমায়
[chorus]
ও আমি অপার হয়ে বসে আছি
ওহে দয়াময়
পাড়ে লয়ে যাও আমায়
[outro]
পাড়ে লয়ে যাও আমায়
Random Song Lyrics :
- roots - nottwins india lyrics
- não deixa secar - fbc lyrics
- baik saja - t. rucira lyrics
- linger in the bloodline - triddana lyrics
- hurt me badly - freaky wrld lyrics
- old hands - bitw lyrics
- adore - poixone lyrics
- solid - live at the greek theatre in los angeles - muna lyrics
- di rho - rhove lyrics
- биполярка - 404obraz lyrics