aami kaan pete roi - sahana bajpaie lyrics
[verse 1]
আমি কান পেতে রই
আমি কান পেতে রই
ও আমার আপন হৃদয়গহন*দ্বারে বারে বারে
কান পেতে রই
কোন গোপনবাসীর কান্নাহাসির গোপন কথা শুনিবারে বারে বারে
[refrain]
কান পেতে রই
[chorus]
আমি কান পেতে রই
ও আমার আপন হৃদয়গহন*দ্বারে বারে বারে
কান পেতে রই
[verse 2]
ভ্রমর সেথা হয় বিবাগি নিভৃত নীল পদ্ম লাগি রে
ভ্রমর সেথা হয় বিবাগি নিভৃত নীল পদ্ম লাগি রে
কোন রাতের পাখি গায় একাকী
রাতের পাখি গায় একাকী
সঙ্গীবিহীন অন্ধকারে বারে বারে
[refrain]
কান পেতে রই
[chorus]
আমি কান পেতে রই
ও আমার আপন হৃদয়গহন*দ্বারে বারে বারে
কান পেতে রই
[verse 3]
কে সে মোর কে বা জানে
কিছু তার দেখি আভা, কিছু পাই অনুমানে
কিছু তার বুঝি না বা
কে সে মোর, কে বা জানে
কিছু তার দেখি আভা, কিছু পাই অনুমানে
কিছু তার বুঝি না বা
মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা রে
মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা রে
ও সে আমায় জানি পাঠায় বাণী
আমায় জানি পাঠায় বাণী
গানের তানে লুকিয়ে তারে বারে বারে
[refrain]
কান পেতে রই
[verse 1]
আমি কান পেতে রই
ও আমার আপন হৃদয়গহন*দ্বারে বারে বারে
কান পেতে রই
কোন গোপনবাসীর কান্নাহাসির গোপন কথা শুনিবারে বারে বারে
[refrain]
কান পেতে রই
[chorus]
আমি কান পেতে রই
ও আমার আপন হৃদয়গহন*দ্বারে বারে বারে
কান পেতে রই
Random Song Lyrics :
- ii. eclipse - sleep waker lyrics
- a me me chiamano... - er costa lyrics
- rebirth - artwork (band) lyrics
- negra (negra) - roberto carlos lyrics
- love once - victoria reed lyrics
- bring dem things - french montana lyrics
- legend - andy mineo & wordsplayed lyrics
- 入子彈 - taipolaikei lyrics
- wait for it - cissy joan lyrics
- on a high - roots manuva lyrics