aaj josna raatey - sahana bajpaie lyrics
Loading...
আজ জোছনা রাতে সবাই গেছে বনে
আজ জোছনা রাতে সবাই গেছে বনে
আজ বসন্তের এই মাতাল সমীরণে
আজ জোছনা রাতে সবাই গেছে বনে
আজ জোছনা রাতে সবাই গেছে বনে
আজ যাবো না
যাবো না গো, যাবো না যে
রইনু পড়ে ঘরের মাঝে
যাবো না গো, যাবো না যে
রইনু পড়ে ঘরের মাঝে
এই নিরালায়
এই নিরালায় রবো আপন কোণে
যাবো না এই মাতাল সমীরণে
আজ জোছনা রাতে সবাই গেছে বনে
আজ জোছনা রাতে সবাই গেছে বনে
আজ…
আমার এ ঘর বহু যতন করে
ধুতে হবে, মুছতে হবে মোরে
আমার এ ঘর বহু যতন করে
ধুতে হবে, মুছতে হবে মোরে
আমারে যে জাগতে হবে
কি জানি সে আসবে কবে!
আমারে যে জাগতে হবে
কি জানি সে আসবে কবে!
যদি আমায়
যদি আমায় পড়ে তাহার মনে
বসন্তের এই মাতাল সমীরণে
আজ জোছনা রাতে সবাই গেছে বনে
আজ জোছনা রাতে সবাই গেছে বনে
আজ বসন্তের এই মাতাল সমীরণে
আজ জোছনা রাতে সবাই গেছে বনে
আজ জোছনা রাতে সবাই গেছে বনে
আজ…
Random Song Lyrics :
- цепи давят шею (the chains are crushing my neck) - mayot, seemee & yungway lyrics
- fuego en el 23 - la sonora ponceña lyrics
- crown - deville lyrics
- there's somebody else on your mind - merle haggard lyrics
- amor para vida inteira - boi garantido lyrics
- intro - stalus & xson iquel lyrics
- air - akajou lyrics
- confidential - eli fross lyrics
- dreaded crown - dheusta lyrics
- changed up - nuni dior lyrics