akash bhora surjo tara - sadi mohommad lyrics
Loading...
আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ,
তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান,
বিস্ময়ে তাই জাগে আমার গান ॥
অসীম কালের যে হিল্লোলে
জোয়ার-ভাঁটায় ভুবন দোলে
নাড়ীতে মোর রক্তধারায় লেগেছে তার টান,
বিস্ময়ে তাই জাগে আমার গান ॥
ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে,
ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে,
ছড়িয়ে আছে আনন্দেরই দান,
বিস্ময়ে তাই জাগে আমার গান ।
কান পেতেছি, চোখ মেলেছি,
ধরার বুকে প্রাণ ঢেলেছি,
জানার মাঝে অজানারে করেছি সন্ধান,
বিস্ময়ে তাই জাগে আমার গান ॥
Random Song Lyrics :
- if i knew the name - zachary cale lyrics
- co saab - maddoxhiphop lyrics
- poisson volant - rouquine lyrics
- colors of the heart - romix lyrics
- real - grace graber lyrics
- i’ve lost everything [part 1] - acecrave lyrics
- como seria - hector nazza lyrics
- bounce out - dcg brothers & screwly g lyrics
- its the body - loren jamal lyrics
- time to go - teresa storch lyrics