lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ekti bangladesh - sabina yasmin lyrics

Loading...

একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার
সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার

তোমার স্বাধীনতা গৌরব ও সৌরভে
এনেছে আমার প্রাণের সৌর্যে রোদেরও সজীবতা।।
দিয়েছে সোনালি সুখি জীবনের দ্বীপ্ত অঙ্গীকার
সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার
সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার

তোমার ছাঁয়া ঢাকা রৌদরে প্রান্তরে
দেখেছি অটল অমর বর্ণে মুক্তির স্নেহ মাখা।।
জেনেছি তুমি জীবনে মরণে বিমুগদ্ধ চেতনার
সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার
সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার

একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার
সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার
সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার

Random Song Lyrics :

Popular

Loading...