![lirikcinta.com](https://www.lirikcinta.com/statik/logonew.png)
keu prem kore - s i tutul lyrics
Loading...
কেউ প্রেম করে,
কেউ প্রেমে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।
কেউ ভুল করে,
কেউ ভুলে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।
আগেতো হয়নি এমন,
মন করে কেমন কেমন
ইচ্ছেরা যে উড়াল মারে,
কোথায় বারে বারে।
কেউ ভুল করে,
কেউ ভুলে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।
স্বপ্ন দেখি একা আমি,
হায়রে আজব পাগলামি
আমার হয়ে গেল কী যে,
উলট পালট আমি নিজে।
কেউ ভুল করে,
কেউ ভুলে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।
Random Song Lyrics :
- hammerschläge - dms (de) lyrics
- sitcom - shuajo blake lyrics
- tears in reverse - lucius lyrics
- new morning - roth bart baron lyrics
- fear st. - fear my name lyrics
- next up - s4-e2, pt. 2 - jbee lyrics
- renegade - kai mata lyrics
- simon says - black lace lyrics
- lessgo - space j lyrics
- star hunting - vern matz lyrics