akash jure suninu koi - rupankar bagchi lyrics
Loading...
আকাশ জুড়ে শুনিনু ওই বাজে
তোমারি নাম সকল তারার মাঝে ॥
সে নামখানি নেমে এল ভুঁয়ে,
কখন আমার ললাট দিল ছুঁয়ে,
শান্তিধারায় বেদন গেল ধুয়ে—
আপন আমার আপনি মরে লাজে ॥
মন মিলে যায় আজ ওই নীরব রাতে
তারায়-ভরা ওই গগনের সাথে।
অমনি করে আমার এ হৃদয়
তোমার নামে হোক-না নামময়,
আঁধারে মোর তোমার আলোর জয়
গভীর হয়ে থাক্ জীবনের কাজে ॥
Random Song Lyrics :
- el despertar - rapsoda lyrics
- prove it - djflipmobeatz lyrics
- i love the world i'm in - luka bloom lyrics
- shush shush charlotte - serge gainsbourg lyrics
- dusza artysty - ak squad lyrics
- don't be shy - kool keith lyrics
- каток (katok) - 25/17 lyrics
- dert küpü - kolera lyrics
- grind season - zach the rapper lyrics
- esperanza mía - lali lyrics