phiriye dewar gaan - rupam islam lyrics
Loading...
ভেবে ছিলাম তোকে ফিরিয়ে দেব আমি,
ভেবেছিলাম ঘুরে তাকাব না।
ভেবে ছিলাম তোকে পুড়িয়ে ফেলব আমি,
ভেবে ছিলাম উড়িয়ে দেব ছাই।
কিচ্ছু পারলাম না, শুধু বাড়লো জম্ভুম
সুখী গাল বোঝেনা কবিদের অসুখ।
পাতলা ঠোটের ডগায় সাজানো গল্পের খই,
তোকে ফিরিয়ে দেয়া উচিত অবশ্যই।
এভাবে গাছপালার স্নেহ দিয়ে ডাকা,
থাক সে পথ ফাকা, থাক তোর ডাকে সাড়া দেবনা দেবনা না না।
শত বসন্তের আদরে ঠিক রেখেছি বালিশে ঘুম, হাত পাতার ভাজে রাখা আমার এ ভাললাগা।
আমাকে ঘুড়ি ভাবে উড়াস না, নরম আঙুল কেটে যাবে, উপড়ে নেব নিজেকে।
Random Song Lyrics :
- a pirate's life - walt disney records lyrics
- the silence before the fall - crowded places lyrics
- trippy bounce - skippa da flippa lyrics
- through the divine spirit of satan a glorious universe is known - inquisition lyrics
- bar da neguinha (ao vivo) - grupo revelação lyrics
- a couple dollars - apollo brown & skyzoo lyrics
- every goodbye - blake shelton lyrics
- beep! - double veterans lyrics
- earthquake - the cover lovers lyrics
- mistrz drugiego planu - maxim (pl) lyrics