haowaay paa - rupam islam lyrics
ফিরব না আমি ফিরব না
শুনেছি যে ডাক নিশাচরির
হুম
ফিরব না আমি ফিরব না
শুনেছি যে ডাক নিশাচরির
কার্নিষ বহুতল হালকা চোখের জল
তার চেয়ে হালকা শরীর
জীবন আমার কাছে এখনো লুকিয়ে আছে
জীবন কি সময়ের দাস?
হাওয়ায় পা আমার হাওয়ায় পা
আর বাতাসে আমার বিশ্বাস
জীবন আমার কাছে এখনো লুকিয়ে আছে
জীবন কি সময়ের দাস
হাওয়ায় পা আমার হওয়ায় পা
আর বাতাসে আমার
আর একবার হ্যা
আর একবার
ঘুমের তন্দ্রা সীমা -রেখা
দেখি নিশাচরি তুমি এসে
ডাকছো যেমন করে
মেঘ বৃষ্টি কে ডেকে যায়
আর একবার হ্যা
আর একবার
ঘুমের তন্দ্রা সীমা -রেখা
দেখি নিশাচরি তুমি এসে
ডাকছো যেমন করে
মেঘ বৃষ্টি কে ফিরে চায়
নিশাচরি তুমিও -তো আকুল শুনিয়ো
যে শুধু তোমার প্ররোচনা
হওয়ায় পা আমার হাওয়ায় পা
দিলাম হওয়ায় পা নির্দ্বিধায়
জীবন আমার কাছে এখনো লুকিয়ে আছে
জীবন কি সময়ের দাস
হওয়ায় পা আমার হাওয়ায় পা
আর বাতাসে আমার বিশ্বাস
জীবন আমার কাছে এখনও লুকিয়ে আছে
জীবন কি সময়ের দাস
হওয়ায় পা আমার হাওয়ায় পা
আর বাতাসে আমার
Random Song Lyrics :
- if it makes you happy (live from the ryman / 2019) - sheryl crow lyrics
- deh so - point.blanco lyrics
- she got a man - sneakbo lyrics
- sayang panahon - hilera lyrics
- one... two.. three - ibby vk lyrics
- gutted - nailed down lyrics
- all i hear freestyle - reunelle lyrics
- left to die - dangerous mutation lyrics
- tingisha - rayvanny lyrics
- give us life - tom siegel lyrics