lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

biplob - rupam islam lyrics

Loading...

বিপ্লব বিপ্লব বিপ্লব বিপ্লব…
বিপ্লব বিপ্লব বিপ্লব বিপ্লব…

শৈশব জঞ্জাল,
বেসামাল দিনকাল,
কৈশোর, যৌবন
জুড়ে দিচ্ছে সওয়াল ।
কত ধানে কত চাল,
কত চালে কত ভাত,
কোন চালে হবে মাত-
শাসকের অওলাধ ।

বিপ্লব বিপ্লব বিপ্লব বিপ্লব…
বিপ্লব বিপ্লব বিপ্লব বিপ্লব…

(শৈশব… অওলাধ)

কতখানি ঔকাধ,
হবে ছাই বাড়া ভাত,
কত ভাতে খিদে মেটা সম্ভব-
সম্ভব সম্ভব সম্ভব সম্ভব সম্ভব সম্ভব
বাকিসব করে রব – বিপ্লব বিপ্লব বিপ্লব।
বাকিসব করে রব – বিপ্লব বিপ্লব বিপ্লব।

বিপ্লব বিপ্লব বিপ্লব বিপ্লব…
বিপ্লব বিপ্লব বিপ্লব বিপ্লব…

নীতিবোধ জঞ্জাল,
স্বপ্নের ভড়সে-
হাতে তাল নকশাল
জীবন রহস্যের।
কত ভুলে কত ঠিক,
বলে ঠিক ধিক ধিক,
লক লক করে লোভ,
লোভে পড়ে চারিদিক।
কত ঘরে কত পেট,
কত মুখে কত গ্রাস,
সারি সারি মাথা হেঁট-
ভাঙা স্বপ্নের লাশ ।
বিপ্লব বিপ্লব বিপ্লব বিপ্লব…
(কতখানি ঔকাধ… সম্ভব, বাকিসব… বিপ্লব।)
বিপ্লব বিপ্লব বিপ্লব বিপ্লব…
বিপ্লব বিপ্লব বিপ্লব বিপ্লব…

Random Song Lyrics :

Popular

Loading...