agunkheko - rupam islam lyrics
[verse 1]
ধূসর দিনযাপন
রোজ রাতে চাল মাতের অন্ধকার
নিজের তাগিদেই
ঘর ছেড়ে বেরোলাম আবার
[verse 2]
বেরঙিন দিনযাপন
রোজ রাতে চাল মাতের অন্ধকার
নিজের তাগিদেই
ঘর ছেড়ে বেরোলাম আবার
[pre*chorus]
আমি রাজি ফের ঝুঁকি নিতে হলে নেবো তা
দেখি কে থামায়, কোনো মানুষ না দেবতা
আমি রাজি ফের ঝুঁকি নিতে হলে নেবো তা
দেখি কে থামায়, কোনো মানুষ না দেবতা
পিছু ডাকে সাড়া দেবো না
[chorus]
থামবো না আর, এগিয়ে যাবো
পায়ে ধুলো হোক সব বিপদ
যুদ্ধেই ঠিক শান্তি পাবো
নিয়েছিলাম সেই শপথ
হয়ে আগুনখেকো দেখো
হে জীবন, আসছি ফেরত
[verse 3]
ঘর ভেসে যায় যাক
আমায় এই দান খেলতেই হবে
দাঁড়িপাল্লাতে ন্যায়ের হিসেব মিলতেই হবে
[verse 4]
ঘর ভেসে যায় যাক
আমায় এই দান খেলতেই হবে
দাঁড়িপাল্লাতে ন্যায়ের হিসেব মিলতেই হবে
[pre*chorus]
আমি রাজি ফের ঝুঁকি নিতে হলে নেবো তা
দেখি কে থামায়, কোনো মানুষ না দেবতা
আমি রাজি ফের ঝুঁকি নিতে হলে নেবো তা
দেখি কে থামায়, কোনো মানুষ না দেবতা
পিছু ডাকে সাড়া দেবো না
[chorus]
থামবো না আর, এগিয়ে যাবো
পায়ে ধুলো হোক সব বিপদ
যুদ্ধেই ঠিক শান্তি পাবো
নিয়েছিলাম সেই শপথ
হয়ে আগুনখেকো দেখো
হে জীবন, আসছি ফেরত
[outro]
আসছি ফেরত, আসছি ফেরত
আসছি ফেরত, আসছি ফেরত
Random Song Lyrics :
- you - gabe rosenfeld lyrics
- 인사 (you&i) - melomance lyrics
- method to the madness / the madness - indigoendo lyrics
- rasco's couch - parley wang lyrics
- done with... (ep) - ian be lyrics
- freak in me - sonta lyrics
- coming - $auce dripper lyrics
- be a hero (a hero's journey) [from "pokémon the series: xy"] - pokémon lyrics
- cold civil war - matt woods (usa) lyrics
- fast - lil flan$ lyrics