kal to chhelam valo - runa laila lyrics
কাল তো ছিলাম ভালো
আজ আমার কি হলো
সে কথা কইতে পারি না না না
একেলা রইতে পারি না
কাল তো ছিলাম ভালো
আজ আমার কি হলো
সে কথা কইতে পারি না না না
একেলা রইতে পারি না
লাজেরি কলি ফুটিয়ে দিলো
হাতেরি পরশে
কারে যে বলি মরি যে আমি
কুমারি বয়সে
লাজেরি কলি ফুটিয়ে দিলো
হাতেরি পরশে
কারে যে বলি মরি যে আমি
কুমারি বয়সে
ঘরে যে মন টিকে না
বাহিরে সুখ মিলে না
না না না
এই জালা সইতে পারি না
না না
একেলা রইতে পারি না
কাল তো ছিলাম ভালো
আজ আমার কি হলো
সে কথা কইতে পারি না
না না
একেলা রইতে পারি না
কে যেন ডাকে আমারে ডাকে
লুকিয়ে আড়ালে
সমুকে পেলে জড়াবো তারে
বুকেরি আচলে
কে যেন ডাকে আমারে ডাকে
লুকিয়ে আড়ালে
সমুকে পেলে জড়াবো তারে
বুকেরি আচলে
হৃদয়ে তার ঠিকানা
জানে না কেউ জানে না
না না না
তারে যে ভুলতে পারি না
না না
একেলা রইতে পারি না
কাল তো ছিলাম ভালো
আজ আমার কি হলো
সে কথা কইতে পারি না
না না
একেলা রইতে পারি না
Random Song Lyrics :
- a minha namorada - madrepaz lyrics
- the killing spree - elseworth lyrics
- dirty - amiture lyrics
- ne4er (ne4er) - новелла (novella) lyrics
- would've, could've, should've - cowardlycrow lyrics
- nothing's never better - hammok lyrics
- super hero suit-up scene - isaac laser brain lyrics
- too toxic* - dizzytooskinny - ديزي تو سكيني lyrics
- battle cry harmony - notorious triple d.a.w.g. lyrics
- кривая улица (the crooked street) - billy bonez lyrics