majhe majhe tobo dekha pai - ruby banerjee lyrics
মাঝে মাঝে তব দেখা পাই
কথা ও সুর: রবীন্দ্রনাথ ঠাকুর।
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না(২)
কেন মেঘ আসে হৃদয়-আকাশে(২)
তোমারে দেখিতে দেয় না।
মোহমেঘে তোমারে দেখিতে দেয় না।
মোহমেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না।
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না।
মাঝে মাঝে তব
ক্ষণিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে
ওহে ‘হারাই হারাই’ সদা ভয় হয়, হারাইয়া ফেলি চকিতে।
আশ না মিটিতে হারাইয়া–
পলক না পড়িতে হারাইয়া–
হৃদয় না জুড়াতে হারাইয়া– ফেলি চকিতে।
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না।
মাঝে মাঝে তব
কী করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে–
ওহে এত প্রেম আমি কোথা পাব, নাথ(২)
তোমারে হৃদয়ে রাখিতে।
আমার সাধ্য কিবা তোমারে–
দয়া না করিলে কে পারে–
তুমি আপনি না এলে কে পারে–হৃদয়ে রাখিতে।
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না।
মাঝে মাঝে তব
আর-কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ–
ওহে তুমি যদি বলো এখনি করিব(২)
বিষয়–বাসনা বিসর্জন।
দিব শ্রীচরণে বিষয়–
দিব অকাতরে বিষয়–
দিব তোমার লাগি বিষয়–বাসনা বিসর্জন।
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না।
মাঝে মাঝে তব
কেন মেঘ আসে হৃদয়-আকাশে(২)
তোমারে দেখিতে দেয় না।
মোহমেঘে তোমারে দেখিতে দেয় না।
মোহমেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না।
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না।
মাঝে মাঝে তব
সমাপ্ত
Random Song Lyrics :
- evil eyes (live) - dio lyrics
- whiketywhack (i ain't coming back) - christine milton lyrics
- pretty one - the kicks lyrics
- feinrixh - feinrixhsavii lyrics
- destruction system - morbid saint lyrics
- i still miss the things you'd say! - frvrndalwys lyrics
- buy this - the museum lyrics
- maze - why? lyrics
- un poco más - la mississippi lyrics
- the caustic light - shannon wright lyrics