o mon majhire - rokonuzzaman lyrics
ও মন মাঝিরে. . .
ও মন মাঝিরে
নদীতে ক্যান ভাসালি তোরই ভাঙা তরী
বল নারে তুই ক্যামনে দিবি আজি পাড়ি?
ও মন মাঝিরে. . .
ও মন মাঝিরে
উজান গাঙে নৌকাখানি ছেড়ে
ভাবিস রে তুই ফিরবি কি আর ঘরে?
উজান গাঙে নৌকাখানি ছেড়ে
ভাবিস রে তুই ফিরবি কি আর ঘরে?
ছেড়া পালে ভাঙা হালে
ছেড়া পালে ভাঙা হালে ফিরবে না আর তরী
বল নারে তুই ক্যামনে দিবি আজি পাড়ি?
ও মন মাঝিরে. . .
ও মন মাঝিরে
জীবন নদীর দু’কুলে তোর অমানিশার ঝড়
চলার পথে দেখলি কত মরু বালুচর
পাপের বোঝায় নৌকাখানি ভরে
পার পেতে চাস তুই যে কেমন করে
পাপের বোঝায় নৌকাখানি ভরে
পার পেতে চাস তুই যে কেমন করে
সমুখে নাও ভাসা এবার
সমুখে নাও ভাসা এবার ভাটিরও পথ ছাড়ি
বল নারে তুই ক্যামনে দিবি আজি পাড়ি?
ও মন মাঝিরে. . .
ও মন মাঝিরে
নদীতে ক্যান ভাসালি তোরই ভাঙা তরী
বল নারে তুই ক্যামনে দিবি আজি পাড়ি?
ও মন মাঝিরে. . .
ও মন মাঝিরে
Random Song Lyrics :
- say so - samantha stone lyrics
- watch me - nia la vey lyrics
- mind brand - dima lancaster lyrics
- fuckabitchface - revy ca$h lyrics
- no te enamores - paris boy lyrics
- al lowe - dj sabrina the teenage dj lyrics
- nowhere fast - skid row lyrics
- give them wings to fly - bonnie keen lyrics
- если падают звёзды в небе (epzvn) - pharoz lyrics
- mental case - sator lyrics