o mon majhire - rokonuzzaman lyrics
ও মন মাঝিরে. . .
ও মন মাঝিরে
নদীতে ক্যান ভাসালি তোরই ভাঙা তরী
বল নারে তুই ক্যামনে দিবি আজি পাড়ি?
ও মন মাঝিরে. . .
ও মন মাঝিরে
উজান গাঙে নৌকাখানি ছেড়ে
ভাবিস রে তুই ফিরবি কি আর ঘরে?
উজান গাঙে নৌকাখানি ছেড়ে
ভাবিস রে তুই ফিরবি কি আর ঘরে?
ছেড়া পালে ভাঙা হালে
ছেড়া পালে ভাঙা হালে ফিরবে না আর তরী
বল নারে তুই ক্যামনে দিবি আজি পাড়ি?
ও মন মাঝিরে. . .
ও মন মাঝিরে
জীবন নদীর দু’কুলে তোর অমানিশার ঝড়
চলার পথে দেখলি কত মরু বালুচর
পাপের বোঝায় নৌকাখানি ভরে
পার পেতে চাস তুই যে কেমন করে
পাপের বোঝায় নৌকাখানি ভরে
পার পেতে চাস তুই যে কেমন করে
সমুখে নাও ভাসা এবার
সমুখে নাও ভাসা এবার ভাটিরও পথ ছাড়ি
বল নারে তুই ক্যামনে দিবি আজি পাড়ি?
ও মন মাঝিরে. . .
ও মন মাঝিরে
নদীতে ক্যান ভাসালি তোরই ভাঙা তরী
বল নারে তুই ক্যামনে দিবি আজি পাড়ি?
ও মন মাঝিরে. . .
ও মন মাঝিরে
Random Song Lyrics :
- everlasting (psyche remix) - icon of coil lyrics
- of the mother again - jim james lyrics
- you & me fake - bassnectar lyrics
- power to the peso - cappadonna lyrics
- soar - david savage lyrics
- save the children - cappadonna lyrics
- chosen (freestyle) - iloveyou lyrics
- war on drugs - marc goone lyrics
- robot gyals - sophia robot lyrics
- baby cop - crystal kay lyrics