lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

maago tomay - rokonuzzaman lyrics

Loading...

মাগো তোমায় দুখের কথা
আর তো কইব না
বুকের মাঝে বইছে নদী
মেঘনা-যমুনা
মাগো তোমায় দুখের কথা
আর তো কইব না
বুকের মাঝে বইছে নদী
মেঘনা-যমুনা
মাগো বিশ্বজুড়ে চলছে যে আজ
নমরূদেরই শাসন
ঘরে ঘরে ফাঁদ পেতে মা
নেয় যে ওরা আসন
মাগো বিশ্বজুড়ে চলছে যে আজ
নমরূদেরই শাসন
ঘরে ঘরে ফাঁদ পেতে মা
নেয় যে ওরা আসন
আমার ভাইয়ের রক্ত নিল
ওই যে হায়েনা
বুকের মাঝে বইছে নদী
মেঘনা-যমুনা
ওই যে কাশ্মীরেতে
বইছে বহুল নদী
খোদার কাছে বলব কী মা
বসে থাকি যদি?
মাগো বসনিয়া আর ফিলিস্তিনের
শোন আহাজারি
খোদার কাছে কাঁদছে নর-নারী
মাগো বসনিয়া আর ফিলিস্তিনের
শোন আহাজারি
খোদার কাছে কাঁদছে নর-নারী
ওদের পাশে চাই দাড়াতে
আর ফিরাইও না
বুকের মাঝে বইছে নদী
মেঘনা-যমুনা
মাগো তোমায় দুখের কথা
আর তো কইব না
বুকের মাঝে বইছে নদী
মেঘনা-যমুনা. . .

Random Song Lyrics :

Popular

Loading...