tumi asbe bole - rokon lyrics
Loading...
তুমি আসবে বলে এই শেষ বিকেলে
ঘর সাজালাম আকাশ নীলে
কথা দিলো সন্ধ্যাতারা উঠবে জ্বলে
তুমি আসবে বলে এই শেষ বিকেলে
এই পৃথিবীর সব কোলাহল
কথা দিলো থমকে যাবে
এক সাগরের এই ব্যবধান
কষ্টগুলো আজ ফুরাবে
এই পৃথিবীর সব কোলাহল
কথা দিলো থমকে যাবে
এক সাগরের এই ব্যবধান
কষ্টগুলো আজ ফুরাবে
তুমি আসবে বলে
নীল জোছনা ছুঁয়ে তোমায়
জোনাকীরা মায়ায় জড়াবে
আজ দু’টি মন হবে আনমন
রাত প্রহরীর ঘুম হারাবে
নীল জোছনা ছুঁয়ে তোমায়
জোনাকীরা মায়ায় জড়াবে
আজ দু’টি মন হবে আনমন
রাত প্রহরীর ঘুম হারাবে
তুমি আসবে বলে এই শেষ বিকেলে
ঘর সাজালাম আকাশ নীলে
কথা দিলো সন্ধ্যাতারা উঠবে জ্বলে
তুমি আসবে বলে এই শেষ বিকেলে
এই শেষ বিকেলে
এই শেষ বিকেলে
এই শেষ বিকেলে
Random Song Lyrics :
- you mean everything to me - summrs lyrics
- quem manda no mic - pongo lyrics
- gabriel - yagya lyrics
- bebecita (dilemma remix) - kaza lyrics
- destiny - orli anrow lyrics
- quer casar comigo (ao vivo) - jonas esticado lyrics
- solang du einen freund hast - die blauen jungs lyrics
- ready on the line (digital gardens) - big sir lyrics
- non è vero - claudio rocchi lyrics
- baby, you're just you - the pastels lyrics