onubhutir aloron - rodoshi isfar fatemi lyrics
[verse 1]
ডিসেম্বরের শুরুর দিকে এক রাতে
শাহবাগের মোড়ে তুমি আর আমি একসাথে
প্রচন্ড শীত, দু’ কাপ চা দু’ হাতে
নিয়ে তুমি এলে ধীরে ধীরে আমার কাছে
[pre*chorus]
কিছু অকথিত কথা, কিছু লুকোনো বাসনা
গানের সুরে আমরা দু’জনাই আনমনা
[chorus]
আমার সবটুকু আশা জুড়ে আছো তুমি
একি অনুভূতির আলোড়ন?
এ ম্রিয়মাণ রাত আলোকিত করে দিলে তুমি
একি রূপকথার আগমন?
[verse 2]
শীতল সে হাত বাড়িয়ে দিলে আমার কোলে
লাজুক সে হাসি পারিনি আমি লুকোতে
এগিয়ে যাই ফুটপাথ ধরে ঘরের দিকে
মনে হলো হঠাৎ ঘর পেয়েছি তোমার মাঝে
[pre*chorus]
কিছু না বলা কথা, কিছু লুকোনো বাসনা
অচেনা পথেও আমরা আর নই ছন্নছাড়া
[chorus]
আমার সবটুকু আশা জুড়ে আছো তুমি
একি অনুভূতির আলোড়ন?
এ ম্রিয়মাণ রাত আলোকিত করে দিলে তুমি
একি রূপকথার আগমন?
[post*chorus]
একি অনুভূতির আলোড়ন,একি রূপকথার আগমন
একি এই রাতের আয়োজন
একি অনুভূতির আলোড়ন,একি রূপকথার আগমন
একি এই রাতের আবেদন?
Random Song Lyrics :
- sab kogab dabon - gabrelú lyrics
- a noite não conta - isaura lyrics
- sick - superox lyrics
- like a teen - sayrex lyrics
- genetic cosmonaughts - benjamin james rew lyrics
- leroy - slumpthinidle lyrics
- doug dimmadome part 2 - durkalini lyrics
- деревня дураков (village of fools) - slivko lyrics
- sky - yetii lyrics
- wird nie leicht sein - 9inebro lyrics