harano chondo - rjsken lyrics
কিছুই নাই আর আগের মতো
হারিয়েছি জীবনের ছন্দ গুলো
মনে পড়ে সেদিন গুলো আগের যতো
ফিরে যাওয়া দরজা খোলা সেগুলো
কিছুই নাই আর আগের মতো
হারিয়েছি জীবনের ছন্দ গুলো
মনে পড়ে সেদিন গুলো আগের যতো
ফিরে যাওয়া দরজা খোলা সেগুলো
কিছু স্বপ্ন আজও উড়তে পারেনি
কিছু গল্প আজও বলতে পারিনি
এখন কল্পনা তে আছি অধিক কারন
বাস্তবতা * ভুলতে পারিনি
খুলল চোখ দেখলাম আমি আবদ্ধ
বুঝিনি কখন হয়ে গেছি পথ ভ্রষ্ট
খুজে পেলাম যতক্ষণ জীবনের উদ্দেশ্য
ততক্ষণে হারিয়ে ফেলেছি সব ছন্দ
পাপের নেশাই ক্লান্ত কিন্তু সঙ্গীতের নেশাই অনুভব করি শান্ত নিজেকে
চেয়ে মাফ, করি অজস্র পাপ, না করে হিসাব
যদি পরে ডাক, কি দিবো হিসেবে?
জানি একই মতো কিছু থাকে না সর্বদাই
আমি পরাজিত প্রতিবার অটল সংগ্রামে
ভালোবাসার টানে জিতব ভালোবাসা*ই
যদি হেরে যাই ঘৃণা মনে ভরবে সবখানে
প্রমান ভালোবাসার আদালতে হয়না দৃশ্যমান
সাজা যাবত জীবন কারাদন্ডে সমান
দম বন্ধে আমার সব ছন্দ হারায়
খুব কন্ঠ মেলাই নিজের সাথে
অচিন কারাগার * প্রাচীর পার হবার
সুযোগ খুজে পাই তখন প্রান্তে দাঁড়াই
বার বার পড়ে যাই, পাহাড় ব্যার্থতা
অবেলায় খুজে পাই ভিড়ের মাঝে
এ দুনিয়া টা কতো জালিম বুজতে পারিনি
আমি নিজেকে নিজের মতো রাখতে পারিনি
কেউ নিরব চিতকার ত শুনতে পারেনি
আজ ভুল থেকে শিখলে কাল জিততে শিখবো
হারছি তবুও আশা ছাড়তে শিখিনি
পারবো কি না পারবো সেটা কালকের কাহিনি
কারন চেয়েছি নিজের কাছে, অন্যের চাইনি
নিজের ভাগ্য এখন নিজের ইচ্ছেই লিখবো
কিছুই নাই আর আগের মতো
হারিয়েছি জীবনের ছন্দ গুলো
মনে পড়ে সেদিন গুলো আগের যতো
ফিরে যাওয়া দরজা খোলা সেগুলো
কিছুই নাই আর আগের মতো
হারিয়েছি জীবনের ছন্দ গুলো
মনে পড়ে সেদিন গুলো আগের যতো
ফিরে যাওয়া দরজা খোলা সেগুলো
Random Song Lyrics :
- no one outside - taylor bennett lyrics
- star eyes - bexey lyrics
- locking lips - speak low if you speak love lyrics
- slam dance - hot flash heat wave lyrics
- bittersweet symphony - gamper & dadoni lyrics
- cut off at the knees - heart attack man lyrics
- blue - hot flash heat wave lyrics
- detached - ghost iris lyrics
- darkness records - jeff rosenstock lyrics
- really tho - 100 watts lyrics