kanar hat - rinku lyrics
Loading...
এসব দেখি কানার হাট বাজার
বেদ বিধির পর শাস্ত্র কানা
আর এক কানা মন আমার।।
পণ্ডিত কানা অহংকারে
মাতবর কানা চোগলখোরে।
সাধু কানা অন বিচারে
আন্দাজে এক খুঁটি গেড়ে,
চেনে না সীমানা কার।।
এক কানা কয় আর এক কানারে
চল এবার ভবপারে।
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বারে বার।।
কানায় কানায় উলামিলা
বোবাতে খায় রসগোল্লা।
লালন তেমনি মদনা কানা
ঘুমের ঘোরে দেয় বাহার।।
Random Song Lyrics :
- incision - cosmo jarvis lyrics
- competition - spank rock lyrics
- transcendentium part ii: fourth temple - eidola lyrics
- agua en el desierto - lead (español) lyrics
- ci sta - sangue & vicious lyrics
- mafia movie - lord infamous lyrics
- hit em hard (remix) - iamdominiquelee lyrics
- yakuza - sushi x kobe lyrics
- the rap game - king mic lyrics
- whiskey - juicy face$ african lyrics