purano sei diner kotha - rick & sharmi lyrics
Loading...
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়।
ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়।
আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়।
মোরা সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়।
মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়–
বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়।
হায় মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়–
আবার দেখা যদি হল, সখা, প্রাণের মাঝে আয়॥
Random Song Lyrics :
- chatak - sos & 30key! lyrics
- un nodo al cuore - lisa panetta lyrics
- səbəbsiz - madteen lyrics
- bećarac - sofka nikolić lyrics
- the facts will be known. - hôly mj lyrics
- nefsak fi a - a نفسك في - wegz - ويجز lyrics
- on this - big ant dog & willcallerosyt lyrics
- whine - asake & ludmilla lyrics
- letters - girls² (jpn) lyrics
- nemocný pro nemocný - nikøtin lyrics