dijital foya - riad hasan lyrics
শোনেন শোনেন সুধি-সমাজ শোনেন দিয়া মন
আমার ডিজিটেল-আধুনিক-শহুরে ছেলের বিবরণ
পাঁচটা না সাতটা না আমার একটা মাত্র পোলা
সকলে তাহার তরে রাখিবেন দোয়া।
আমি কিছু বুইঝা না পাই তাহার মতিগতি
উন্নতি হইতাছে নাকি হইছে অবনতি,
কানের লতি ছ্যাদা কইরা পড়ছে কানের দুল
মাথায় কিসব কিরিম লাগায়, খাড়া খাড়া চুল।
প্যান্ট পরে কোমরের নীচে মাটিতে লুটায়
এক জিন্সপ্যান্ট একমাস পরে ধোয়াধুয়ি নাই।
ভাত-তরকারি পছন্দ না খাইতে চাই ফাস্ট-ফুড
যায় kfc-bfc-mfc অ্যার well food!!!
আমার আধুনিক পোলা…
কানের গোড়ায় চব্বিশ ঘন্টা মোবাইল ফোনটা ধরা
কোথায় তার স্কুল-কলেজ অ্যার কোথায় লেখাপড়া,
লেখাপড়ার নাম-গন্ধ নাই শুধু ঘুরে বেড়ায়
সরাটারাত জেগে থাকে সকাল হইলে ঝিমায়।
রাতের বেলা জেগে জেগে মোবাইল ফোনে কথা
তার চাল-চলন দেইখা আমার গরম হইয়ে যায় মাথা,
ডেইলি ডেইলি তিনশ টাকা পকেট খরচ তার
কে জানে কি কইরা টাকা করে সে ছারখার!
সেদিন দেখি লুকায় লুকায় বিড়িতে দেই টান
আরে এই পোলারে নিয়া আমার সকল টেনশান,
টেনশানে টেনশানে আমার প্রেশারটা যায় বাড়ি
মাঝে-মধ্যে মনে যে চায় জোরছে-থাপড় মারি।
আমার আধুনিক পোলা…
ঘরের কাজে খেয়াল নাই তার বন্ধু বেসামাল
তারে বাজার করতে যাইতে বল্লে মাইরে উঠে ফাল,
পোলার মায়ে আদর দিয়ে তারে এমন করছে
এইসব কথা কইলে বাড়ি চিল্লায় মাথায় তুলছে!
চুপি চুপি থাকি কিছু কইতে না পারি
পোলারে গাইল দিলে মায়ে যাইগা বাপের বাড়ি
আমার আধুনিক পোলা…
কষ্ট কইরা যারা এইগান শুনলেন এতক্ষন
তাদের আকছে এই অধ্মের একটাই আবেদন,
ভাল হোক আর খারাপ হোক আমার
একটা মাত্র পোলা
সকলে তাহার তরে রাখিবেন দোয়া।
আল্লা’য় যাতে রাখে তারে সহি-সালামতে
আসছে বছর আই.এ- পাশটা করে ভালমতে!
আমার আধুনিক পোলা…
Random Song Lyrics :
- de roses et de colombes - mounika lyrics
- my bro cancer-vive cancer - nofx lyrics
- super saiyan - jeune ras lyrics
- atidaviau viską - alekna lyrics
- monsta - b.g. knocc out lyrics
- kemi - samir & viktor lyrics
- locsterz represent - loc saint lyrics
- on est ensemble - kana& mavie lyrics
- no pressure - dana williams lyrics
- i want to sleep - limile.the.girl lyrics