ami tomar sange bendhechhi amar praan - rezwana chowdhury lyrics
Loading...
আমি তোমারো সঙ্গে বেঁধেছি আমারো প্রাণ
সুরেরো বাঁধনে.
তুমি জানো না আমি তোমারে পেয়েছি
অজানা সাধনে
আামি তোমারো সঙ্গে বেঁধেছি আমারো প্রাণ
সুরেরো বাঁধনে
সে সাধনায় মিশিয়া যায়
বকুলো গন্ধ
সে সাধনায় মিলিয়া যায়
কবিরো ছন্দ
তুমি জানো না.
ঢেকে রেখেছি তোমারো মন
রঙিনো ছায়ার আচ্ছাদনে
আমি তোমারো সঙ্গে বেঁধেছি আমারো প্রাণ
সুরেরো বাঁধনে
তোমার অরূপো মূর্তিখানি
ফাল্গুনেরো আলো তে বসাই আমি.
অরূপো মূর্তিখানি
বাঁশরি বাজাই ললিত বসন্তে, সুদূর দিগন্তে.(২)
সোনার আভায় কাঁপে তব উত্তরী. (২)
গানের তানের সে উন্মাদনে
তুমি জানো না আমি তোমারে পেয়েছি
অজানা সাধনে.
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে (২)
(সমাপ্তি)
Random Song Lyrics :
- lost on you - miley cyrus lyrics
- eroge love-life classroom - heartsayako lyrics
- rejoice - kazimoretti lyrics
- prophet of doom - laura ck lyrics
- le cœur gai - marie-annick lépine lyrics
- erratic - mc icy lyrics
- undefeated - double experience lyrics
- la leyenda de la mancha - txus di fellatio lyrics
- the forgotten song - whoo lyrics
- in da club (renzyx remix) - cryjaxx & noise affairs lyrics