amar ae path - rezwana chowdhury banya lyrics
Loading...
আমার পথে পথে পাথর ছড়ানো।
আমার পথে পথে পাথর ছড়ানো।
তাই তো তোমার বাণী বাজে ঝর্না-ঝরানো ॥
আমার পথে পথে পাথর ছড়ানো।
আমার বাঁশি তোমার হাতে
ফুটোর পরে ফুটো তাতে–
তাই শুনি সুর এমন মধুর পরান-ভরানো ॥
আমার পথে পথে পাথর ছড়ানো।
আমার পথে পথে পাথর ছড়ানো।
তোমার হাওয়া যখন জাগে
আমার পালে বাধা লাগে–
এমন করে গায়ে প’ড়ে সাগর-তরানো।
তোমার হাওয়া যখন জাগে
আমার পালে বাধা লাগে–
এমন করে গায়ে প’ড়ে সাগর-তরানো।
ছাড়া পেলে একেবারে
রথ কি তোমার চলতে পারে-
ছাড়া পেলে একেবারে
রথ কি তোমার চলতে পারে-
– তোমার হাতে আমার ঘোড়া লাগাম-পরানো ॥
আমার পথে পথে পাথর ছড়ানো।
আমার পথে পথে পাথর ছড়ানো।
তাই তো তোমার বাণী বাজে ঝর্না-ঝরানো ॥
আমার পথে পথে পাথর ছড়ানো।
Random Song Lyrics :
- lock 'n load - denis leary lyrics
- falling into you - maja salvador & tor saksit lyrics
- fatman - eat (uk) lyrics
- vision of nowness - company of head over heels lyrics
- fumin' - pardon us lyrics
- kitkat - radzivil lyrics
- uthando - stilo magolide lyrics
- missing her blues - david ball lyrics
- seretonina & black & deker - davide di rosolini lyrics
- better/bitter - jess locke lyrics