lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

amar ae path - rezwana chowdhury banya lyrics

Loading...

আমার পথে পথে পাথর ছড়ানো।
আমার পথে পথে পাথর ছড়ানো।
তাই তো তোমার বাণী বাজে ঝর্না-ঝরানো ॥

আমার পথে পথে পাথর ছড়ানো।
আমার বাঁশি তোমার হাতে
ফুটোর পরে ফুটো তাতে–
তাই শুনি সুর এমন মধুর পরান-ভরানো ॥
আমার পথে পথে পাথর ছড়ানো।
আমার পথে পথে পাথর ছড়ানো।
তোমার হাওয়া যখন জাগে
আমার পালে বাধা লাগে–
এমন করে গায়ে প’ড়ে সাগর-তরানো।
তোমার হাওয়া যখন জাগে
আমার পালে বাধা লাগে–
এমন করে গায়ে প’ড়ে সাগর-তরানো।
ছাড়া পেলে একেবারে
রথ কি তোমার চলতে পারে-
ছাড়া পেলে একেবারে
রথ কি তোমার চলতে পারে-
– তোমার হাতে আমার ঘোড়া লাগাম-পরানো ॥
আমার পথে পথে পাথর ছড়ানো।
আমার পথে পথে পাথর ছড়ানো।
তাই তো তোমার বাণী বাজে ঝর্না-ঝরানো ॥
আমার পথে পথে পাথর ছড়ানো।

Random Song Lyrics :

Popular

Loading...