
amar ae path - rezwana chowdhury banya lyrics
Loading...
আমার পথে পথে পাথর ছড়ানো।
আমার পথে পথে পাথর ছড়ানো।
তাই তো তোমার বাণী বাজে ঝর্না-ঝরানো ॥
আমার পথে পথে পাথর ছড়ানো।
আমার বাঁশি তোমার হাতে
ফুটোর পরে ফুটো তাতে–
তাই শুনি সুর এমন মধুর পরান-ভরানো ॥
আমার পথে পথে পাথর ছড়ানো।
আমার পথে পথে পাথর ছড়ানো।
তোমার হাওয়া যখন জাগে
আমার পালে বাধা লাগে–
এমন করে গায়ে প’ড়ে সাগর-তরানো।
তোমার হাওয়া যখন জাগে
আমার পালে বাধা লাগে–
এমন করে গায়ে প’ড়ে সাগর-তরানো।
ছাড়া পেলে একেবারে
রথ কি তোমার চলতে পারে-
ছাড়া পেলে একেবারে
রথ কি তোমার চলতে পারে-
– তোমার হাতে আমার ঘোড়া লাগাম-পরানো ॥
আমার পথে পথে পাথর ছড়ানো।
আমার পথে পথে পাথর ছড়ানো।
তাই তো তোমার বাণী বাজে ঝর্না-ঝরানো ॥
আমার পথে পথে পাথর ছড়ানো।
Random Song Lyrics :
- cri d'alarme - fally ipupa lyrics
- bae - shirtless baby lyrics
- net credit - olszakumpel lyrics
- saoule toi - numbers lyrics
- paranoïa - ma pauvre lucette lyrics
- 1 800 273 8255 - quinton marks ii lyrics
- oscuro amanecer - opera magna lyrics
- mortal kombat - goldenphill lyrics
- a life where we work out - flatland cavalry lyrics
- to make you feel - sunshine brothers inc. lyrics