o amar deser mati - rezwana chowdhury bannya lyrics
Loading...
ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা।
তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা ॥
তুমি মিশেছ মোর দেহের সনে,
তুমি মিলেছ মোর প্রাণে মনে,
তোমার ওই শ্যামলবরন কোমল মূর্তি মর্মে গাঁথা ॥
ওগো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে।।
তোমার ‘পরে খেলা আমার দুঃখে সুখে।
তুমি অন্ন মুখে তুলে দিলে,
তুমি শীতল জলে জুড়াইলে,
তুমি যে সকল-সহা সকল-বহা মাতার মাতা ॥
ও মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা–
তবু জানি নে-যে কী বা তোমায় দিয়েছি মা!
আমার জনম গেল বৃথা কাজে,
আমি কাটানু দিন ঘরের মাঝে–
তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা ॥
Random Song Lyrics :
- tropical ice-land - the fiery furnaces lyrics
- bad timing - the metronomes lyrics
- stress 'ed - uvavu lyrics
- tak mungkin selamanya - radhini lyrics
- do you remember me - david zaoui lyrics
- z dachu na salony freestyle - goblean lyrics
- the love you wan adaption of ni yao de ai - michelle ayalde lyrics
- take you there - jay latune & robby east lyrics
- afro trap, part. 8 (never) - mhd lyrics
- undertow - cut_ lyrics