aaji barishan mukharito - rezwana chowdhury bannya lyrics
Loading...
আজি বরিষন মুখরিত
শ্রাবণ রাতে
স্মৃতি বেদনার মালা, একেলা গাথি।
আজ কোন ভুলে ভুলি
আধার ঘরেতে রাখি দুয়ার খুলি
মনে হয় বুঝি আসিছে সে
মোর দুখ রজনির সাথি।
আসিছে সে, ধারা জলে
সুর লাগায়ে নিপবনে পুলক জাগায়ে।।
যদিওবা নাহি আসে
তবু বৃথা আস্বাসে
ধুয়ে পরে রাখি বরে
মিলন আসন খানি পাতি।
Random Song Lyrics :
- we the legends - @roomieisabadyoutuber lyrics
- bonzai - brotherfather lyrics
- dreaming of you - rusty lyrics
- banjodunk - kass humor lyrics
- paradise - yung yeezus lyrics
- the sound of the round pt. 2 - annie herring lyrics
- always (live at the black heart) - vinnie caruana lyrics
- tig-hug - sou (jpn) lyrics
- all my people - sivion lyrics
- a thousand scars - samira wyld & peter alan edwards lyrics