likhono tomar dhulay - rezwana choudhury bannya lyrics
Loading...
তোমার খোলা হাওয়া… লাগিয়ে পালে
টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি ।
তোমার খোলা হাওয়… লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া ।
সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো… ।।
রেখ না আর বেধোনা আর,
কুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি।
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
মাঝির লাগি আছি জাগি সকল রাত্রি বেলা
ঢেউ গুলো আমায় নিয়ে করে কেবল খেলা ।
মাঝির লাগি আছি জাগি সকল রাত্রি বেলা
ঢেউ গুলো আমায় নিয়ে করে কেবল খেলা ।
ঝড়কে আমি করবো মিতে, ডোরব না তার ভ্রুকুটিতে
দাও ছেড়ে দাও ওগো আমি তুফান পেলে বাচি। আমি ডুবতে রাজি আছি,
আমি ডুবতে রাজি আছি।
তোমার খোলা হাওয়া… লাগিয়ে পালে।
তোমার খোলা হাওয়া।
টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি ।
তোমার খোলা হাওয়া… লাগিয়ে পালে।
তোমার খোলা হাওয়া ।
Random Song Lyrics :
- street spirit - priest lyrics
- a freestyle, i guess - jamal'gott karats lyrics
- sicka talkin’ - blue november & zae the philosopher lyrics
- балкон (balcony) - matvey griga lyrics
- ventagli - sinomine lyrics
- nuh uh - yvncc lyrics
- your radio star - royce rockwell lyrics
- a marca da besta - mörbidez lyrics
- oo la la - sean nicholas savage lyrics
- valentine - khali lyrics