tomar amar golpo - reyan the rebel lyrics
Loading...
আজও আমি কেনো
তোমায় নিয়ে ভাবি
আজও আমি কেনো
তোমার কথা শুনি
তোমায় নিয়ে আমার
যতো সব কল্পনা
তুমি আমায় কেনো
আর ভালোবাসো না।
আমিও কি তোমার স্বপনে আসি?
আমিও কি তোমার গল্পে থাকি?
হয়তোবা তুমিও আমায় নিয়ে ভাবো
দিন শেষে আমিও
লেখি তোমার আমার গল্প
গল্প।
আজও আমি কেনো
তোমার ছবি আঁকি
আজও আমি কেনো
তোমার কথা লিখি
তোমায় নিয়ে আমার
যতো সব কল্পনা
তুমি আমায় কেনো
আর ভালোবাসো না।
আমিও কি তোমার স্বপনে আসি?
আমিও কি তোমার গল্পে থাকি?
হয়তোবা তুমিও আমায় নিয়ে ভাবো
দিন শেষে আমিও
লেখি তোমার আমার গল্প
গল্প।
Random Song Lyrics :
- worship (messel flip) - messel lyrics
- försök förstå mej - organismen lyrics
- big boy raps - stogie t lyrics
- breakup letter - my chemical romance lyrics
- can't help myself - oh no lyrics
- buile mo chroi - karan casey lyrics
- white lotus - tyler coolidge lyrics
- rostbraun - prinz pi lyrics
- cut (bronleewe & rose remix) - plumb lyrics
- balladesild - østkyst hustlers lyrics