ghum - recall lyrics
Loading...
ঘুম ঘুম দুচোখে তোমার,
কাহার মোহ কাহার মায়া?
উজাড় করা ভাবনা গুলো,
ঘুম উদাসী, রাত্রি জাগা ।
ঘুম ঘুম দুচোখে তোমার,
কাহার মোহ কাহার মায়া?
অনাগত ইচ্ছে গুলো,
নিয়ম ভেঙে বাঁধন হারা ।
আগলে রাখা মনের ভেতর
নতুন কিছু আশা,
আড়াল করে, মনের ভুলে … হাসা ।
কাহার নামে, বন্দি খামে,
গল্প গুলো রাখা?
ভবঘুরে মন, স্বপ্ন বুনে,
মেশে আবেগে … ।
কোনো বর্ষা ভেজা ভোরে,
দেখছো আকাশ জানালা ধরে ।
Random Song Lyrics :
- oe 2.5 intro - kool savas lyrics
- tin can ride - gregory and the hawk lyrics
- neighborhood - moe carter lyrics
- light at the end of the tunnel - dougie dl lyrics
- ik heb je lief - rene froger lyrics
- peur de vivre - iam lyrics
- look like we made it - bxbands lyrics
- in my dreams - carter lyrics
- stairway of love - michael holliday lyrics
- sista festen - köttgrottorna lyrics