etota bhalobashi - recall lyrics
Loading...
যখন নিঝুম রাতে সব কিছু চুপ
নিষ্প্রাণ নগরীতে ঝিঁঝিঁরাও ঘুম
আমি চাঁদের আলো হয়ে
তোমার কালো ঘরে
জেগে রই সারা নিশি
এতটা ভালোবাসি
এতটা ভালোবাসি
যখন নিঝুম রাতে সব কিছু চুপ
নিষ্প্রাণ নগরীতে ঝিঁঝিঁরাও ঘুম
আমি চাঁদের আলো হয়ে
তোমার কালো ঘরে
জেগে রই সারা নিশি
এতটা ভালোবাসি
এতটা ভালোবাসি
এ কি অপরূপ সুন্দরতার স্বপ্নের বর্ষা রাতে
আমি ভিজে ভিজে মরি মিছে
মগ্ন প্রভাতে দেখি ভীষণ অন্ধকার মাঝে
আলো ছায়ায় তার নূপুর বাজে
আমি যে ভেবে ভেবে শিহরিত
আমি সূর্যের আলো হয়ে
তোমার চলার পথে
ছায়া হয়ে তোমায় দেখি
এতটা ভালোবাসি
এতটা ভালোবাসি
Random Song Lyrics :
- atj(blonded girl) - jancartii lyrics
- daddy - kay blinkz lyrics
- sosa - bramsito lyrics
- isabelle - zach hood lyrics
- runners pace - icekream lyrics
- lockdown blues - erlend øye feat. la comitiva lyrics
- woke up drunk - creature comfort lyrics
- this is tiziano - tiziano scorrano lyrics
- mid twenties - gosh darn lyrics
- doubt - dacdplays lyrics