lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

amar sonar bangla - rabindranath tagore lyrics

Loading...

আমার সোনার বাংলা
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি|

চিরদিন তোমার আকাশ
তোমার বাতাস
আমার প্রাণে বাজায় বাঁশি।

ও মা
ফাগুনে তোর আমের বনে
ঘ্রাণে পাগল করে–
মরি হায়, হায় রে
ও মা
অঘ্রানে তোর ভরা খেতে
আমি কী দেখেছি মধুর হাসি।।

কী শোভা, কী ছায়া গো
কী স্নেহ, কী মায়া গো,–
কী আঁচল বিছায়েছ
বটের মূলে
নদীর কূলে কূলে।

মা, তোর মুখের বাণী
আমার কানে লাগে
সুধার মতো-

মা তোর বদন খানি মলিন হলে
আমি নয়ন
ও মায় আমি নয়ন জলে ভাসি
সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি|

Random Song Lyrics :

Popular

Loading...