amar ei path chaoyatei ananda - rabindranath tagore feat. hemanta mukherjee lyrics
Loading...
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত।
কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে
খুশি রই আপন মনে- বাতাস বহে সুমন্দ।
সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা
শুভখন হঠাৎ এলে তখনি পাব দেখা।
ততখন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে
ততখন রহি রহি ভেসে আসে সুগন্ধ।
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত।
Random Song Lyrics :
- eikö juu - ela & tph lyrics
- beaver ruin - manhack lyrics
- pray (odyssey version) - take that lyrics
- bullying - rijo lyrics
- sete pés - rijo lyrics
- lilnigga - cbg trilly lyrics
- throne (live at the royal albert hall) - bring me the horizon lyrics
- depths - bridgecity lyrics
- unloveable - marc almond lyrics
- tutto passerà - le orme lyrics