shudhu tomake - raafky lyrics
এসেছিলে কেনো জীবনে বলো
ভুলে যাবে যখন আমাকে
ভুমিহীনা কেনো মাঝরাতে বলো অশ্রু ভেজা চোখ থাকে
মন খোঁজে শুধু তোমাকে তুমি ভুলে গেলে আমাকে
মন খোঁজে শুধু তোমাকে তুমি ভুলে গেলে আমাকে
বলো ফিরে আসবে কী সেই দিন গুলো
হাসিমুখে তাকাতে তুমি আজ ভীষণ একা আমি
কেনো হারালে এতো দূরে
খুঁজে পাইনা তোমার ছবিও
তুমি চাইলেই পারতে আমাকে অন্ধকারে আলো দেখাতে
মন খোঁজে শুধু তোমাকে তুমি ভুলে গেলে আমাকে
মন খোঁজে শুধু তোমাকে তুমি ভুলে গেলে আমাকে
আমি প্রতি গানে প্রতি ছন্দে ভাবি তুমি ফিরে আসবে
না বলা কথা গুলো একে একে সব জানতে চাইবে
বড় কঠিন এই বাস্তবতা সে কখনো আমার হবে না
বুঝেও কেনো কিছু বুঝে না আমি এই পথে দিশেহারা
মন খোঁজে শুধু তোমাকে তুমি ভুলে গেলে আমাকে
মন খোৃজে শুধু তোমাকে তুমি ভুলে গেলে আমাকে
লাগে মরেও মরিনি তাকে ভুলেও ভুলিনি
আমি ঠকেও শিখিনি ভালবাসা কী বুঝিনি
সে আমার হবে না কেনো মানতে তা পারিনা
সে হারালো বহুদুরে তার স্কৃতি কেন হারাই না
Random Song Lyrics :
- tell me what you mean by that - japanese wallpaper lyrics
- bred-in-the-bone - frank hermans lyrics
- susanoo - lil cael lyrics
- dark defender - typan lyrics
- what if's - jbaby lyrics
- merlin chants - ollie byrd lyrics
- butterflies - alisha raval lyrics
- devil’s shoulder - illusionist lyrics
- coplas - césar passarinho lyrics
- country girls in city dresses - doug burr lyrics