mukti chai - raafky lyrics
lyrics :
জীবনটা অন্ধকারে অন্ধকার এক গল্প বলে
যেই গুল্প শুনতে চাইলে কাঁন্না চোখে হাঁসতে হবে
রাত গেলেও আশা পাই না বেঁচে থাকার ইচ্ছে হয়না
suicide *ই* solution আমি হেরেছি তাতেও হাঁসতে চাইনা
ভেঙে পরা ছেলেটারো থাকতে পারে কত বাইনা
অজানা পথে গিয়ে শিকার হয়লাম হামলা হায়নার
সাজিয়ে গল্প গুলো নিজের মতন হারালাম ছলনায়
এইটা যে স্বপ্ন না তা এসে কেনো কেউ আমাকে বলে নাই
আমাকে দেখেনাই আমাকে খুঁজেনাই নিজের গল্পে আমাকে রাখে নাই
এইটা এক ভিন্ন গল্প like side hoe যা মেরেও মারেনাই
হেরেও শিখিনাই আবার হারলাম কে যানে কেনো যে বেঁচে থাকলাম
বাঁচার ইচ্ছা ছিলো না নেই আজো but মালিকে ছাড়লাম
যা আমার জন্য ভালো সেইটা করবে খোদা আমার
সেইটা হউক মৃত্যু হউক না fame,game আর money আর murder
i go harder being a learner নিজে করলাম স্বপ্নের murder
এখন অন্ধকার আপন লাগে আগে লাগতো ভয় আমার
অন্ধকার বুঝে দুঃখ আমার হয় কষ্ট দেখে নিজেকে
আমি মুক্তি চাই আমি মুক্তি ছেড়ে যেতে চাই এই সময় কে (2x)
জীবনটা আটকে গেলো কষ্ট এতো বুকে জমা অশ্রু গুলো থমকে গেলো
জেনে রাখ বদলে দিবো scene টা পুরো সাক্ষী রইবে রক্তে ভেজা অশ্রু গুলো
জানি না কেমনে এগোবে জীবনটা
কী আছে ভাগ্যে লিখা
বিশ্বাস স্রঠায় শান্তি সিজদায়
শয়তান নিতে চাই নরকের রাস্তায়
কতোদিন দেখিনা তোমায়
আমি আমাতে নাই চিঠি গুলো হারালো রাস্তায়
সেতো নেই আমার সাথে তবু কেনো স্বপ্নে আসে
কলম গল্প লিখতে থাকে অশ্রু যেইটা বলতে পারে
তোমার সেই গলি আজো ভালবাসা খুঁজতে থাকে
সাগরের ওই ঢেউ তে আমার অনুভুতি ডুবতে থাকে
যা কিছু মনে ছিলো চাইছি সেইটা মনে থাকুক
ছিলাম এক খোলা বই কেউ বুঝলো না রহস্য থাকুক
অমর থাকুক ভালবাসা
আমি একা থেকেই খুশি নিয়ে তোমার মিথ্যে আশা
অন্ধকার বুঝে দুঃখ আমার হয় কষ্ট দেখে নিজেকে
আমি মুক্তি চাই আমি মুক্তি ছেড়ে যেতে চাই এই সময় কে (2x)
Random Song Lyrics :
- the best we can - kat hasty lyrics
- 9s9ex9 - lil x21 lyrics
- 2024 japan - brahman lyrics
- stinna kokka - caught on cams lyrics
- knight inna shinin armor - alkaline lyrics
- somewhere in my dreams - nai br.xx lyrics
- story of the end - burn the ballroom lyrics
- make a wish - bedhead (rapper) lyrics
- heart (frozen) - aaliyah alijaí lyrics
- todavía - cali y el dandee lyrics