mitthe - raafky lyrics
রাত যত গভীরে যাই হারাই আমি তোমার স্বপ্নে
ঘুম ভাঙলেই তুমি নেই আর অজান্তে এই চোখ টা ভিজে
সারাক্ষণ তোমার খোঁজে মন টা জানি না কি যে বুঝে
তুমি আমার হবে না জেনেও কলম টা কেনো সেই গল্প লিখে
দূরত্ব টা বেশি তবু কেনো তোমায় আমি দেখিনা
এসে যাই বর্ষা এসে যাই গ্রীষ্ম তবু কেনো তোমার দেখা মিলে না
মানুষ কথা দিয়ে রাখে না ভালবাসা কেনো ছলনা
এইটা না স্বপ্ন এইটাই বাস্তব তুমি আমার কখনো হবে না
আমার জীবন টাই সুখহীন কেমনে বোঝায় শব্দহীন
আমি অন্ধকারে বন্ধ থেকে দেখছি সব রঙিন
তোমার গল্পে হয়তো আমি ছিলাম খারাপ এক ছবি
কিন্তু মিথ্যে হলেও তুমি আমার গল্পটাই তুমি
দিন সব মনে পরে আজো থাকতাম দাঁড়িয়ে অপেক্ষায়
শেষ বার দেখলাম তোমার হাতে অন্যের হাত আর আমি নাই
আমি চিঠি টা ছিড়লাম যেইটা তোমার জন্য লিখা ছিলো
কেনো যে বলেছিলে কাল ঠিক এই সময়ে এসো
ছিলো সবই মিথ্যে আমি পারিনা তা ভাবতে
তুমি অন্যের সাথে হাসতে আমি যেতাম হাসি দেখতে
ছিলো সবই মিথ্যে আমি পারিনি তা বুঝতে
তুমি অন্যের অন্য কেউ তোমার গল্পে আমি ছিলাম দুঃস্বপ্নে
অতীতের স্মৃতি গুলো কেনো আজো কাঁদায় আমায়
অন্ধকার আপন আমার আলো সত্য দেখাই
আমি একলা হাটি বৃষ্টিতে আমার কষ্ট আমায় হাঁসায়
আজ একা আমি অতীতের সব বন্ধু গেলো ফাসায়
আমার গল্প গুলো সেইখানে পাবে যেইখানে কেউ শুনেনা
আমি বারে বারে খুঁজি তারে সে বুঝেও আমায় বুঝে না
আমার রাত গুলো জড়িয়ে কাটে হতাশা কে
আর বাকি দিন গুলো কাটে সব তার আশাতে
সত্য এইটাই যে সবাই ভালবাসবে স্বার্থের জন্য
তুমি আমি এক হবো আর চাই না কিছু বাঁচার জন্য
খুব চেনা গলি গুলো অচেনা কেনো মনে হয় আজ
তোমাকে ভেবেই পাচ্ছি আবারো ভাঙার আভাস
ব্যস্ততা ভুলাতে পারেনা তোমায় লাগে না মন কিছুতে
তুমি আজ এতো দূরে পারিনা তোমার হাতটা ছুঁতে
জীবনটা চলে যাবে সময়ের হাত ধরে
যাবে না স্মৃতি তোমার আমার সাথে দাফন হবে
ছিলো সবই মিথ্যে আমি পারিনা তা ভাবতে
তুমি অন্যের সাথে হাসতে আমি যেতাম হাসি দেখতে
ছিলো সবই মিথ্যে আমি পারিনি তা বুঝতে
তুমি অন্যের অন্য কেউ তোমার গল্পে আমি ছিলাম দুঃস্বপ্নে
Random Song Lyrics :
- jak mogłeś - bałagany na bani lyrics
- ergreif deine chance - b-tight lyrics
- समझावां (samjhawan) - arijit singh & shreya ghoshal lyrics
- geblendet von strassen - olexesh lyrics
- me vuelvo un cobarde (version bachata) - christian daniel lyrics
- despoblamiento global - zona ganjah lyrics
- what i rap about - young scooter lyrics
- bitch - scorpinox lyrics
- nachts? - d-bo lyrics
- $omos tiro na cara - j sete lyrics