khobor nai - raafky lyrics
[chorus]
খবর নাই খবর নাই খবর নাই খবর নাই
কী চলের জিন্দেগীত খরব নাই খবর নাই
খবর নাই খবর নাই খবর নাই খবর নাই
কী হইবু জিন্দেগীত খরব নাই খবর নাই
[verse * 1]
জিন্দেগী তামাশা মন গান ভাইঙি আই খামাখা
যার লাই তুই খাটিবা শেষেদি দেখাইবু ধামাকা
দুনিয়াদারি আপসারাপ শেষ ঠিকানা তুর সারে তিন
এক কালের হুরাইর্যে পিচ্ছেদিয়েনে এখন মারের পিন
কেনে যাইবু tension আই tension অত ধরাইলাম benson
distraction affection ন দি কেউরে attention
বেগ কিছু বিবেক ন ভাবু আই বেগ কিছু আবেগ দি
লেখিদি জিন্দেগী চাবি আই বেগ কিছুর প্রমাণ দি
[pre chorus]
তুই গইত্তু থাক shout আই গইরজ্জুম এই শহরররে proud
তোর জিন্দেগী doubt আই বাজি বউত loud আই hip hop এর dawood
[chorus]
খবর নাই খবর নাই খবর নাই খবর নাই
কী চলের জিন্দেগীত খরব নাই খবর নাই
খবর নাই খবর নাই খবর নাই খবর নাই
কী হইবু জিন্দেগীত খরব নাই খবর নাই
[verse * 2]
দেখির আই স্বপ্ন পুরণ গইরজুম ধৈর্য লস ন
কয়লাত সা সর্ণ আই এই জিন্দেগী বানাইয়ুম স্বর্গ
অভাব বত স্বভাব খারাপ হইদ্দি ক্ষতি গরি আর হদ্দুর যাবি
ধরিলে যামিন নাই তুই গুডা জিন্দেগীত মৃত্যু চাইবি
hip hop আইন্নি আই এলাকাত ন বুঝের পুয়াছা মর্ম তার
ধর্ম তার কর্ম যার আই মুসাফির আর পথ আন্ধার
আই শান্তি চাই মনত শান্তি আর জিন্দেগী হইয়ুত যার খবর নাই
আর ভাঙা ঘর আর ভাঙা মন এই বেগ কিছু ছাড়ি যাইবার সুযোগ নাই
[pre chorus]
তুই গইত্তু থাক shout আই গইরজ্জুম এই শহরররে proud
তোর জিন্দেগী doubt আই বাজি বউত loud আই hip hop এর dawood
[chorus]
খবর নাই খবর নাই খবর নাই খবর নাই
কী চলের জিন্দেগীত খরব নাই খবর নাই
খবর নাই খবর নাই খবর নাই খবর নাই
কী হইবু জিন্দেগীত খরব নাই খবর নাই
Random Song Lyrics :
- tkota (the king of the auxx) - auxxk lyrics
- odeio gostar de alguém - naka mrl lyrics
- cavalgada - heavy baile & luísa sonza lyrics
- mød dig selv - christian brøns lyrics
- te fuiste (last summer) - la mafia del amor lyrics
- change - samsaya lyrics
- (do the) fuck yourself - nobunny lyrics
- razorblade - cilver lyrics
- the way that you like me - h.o.t. (high-five of teenagers) lyrics
- impopular - isley pezarin lyrics