eitare bole hip hop - raafky lyrics
aye
guess who is back?
raafky
এই সবাই বল hip*hop (hip*hop)
এই সবাই বল hip*hop (hip*hop)
এই কারে বলে hip*hop (hip*hop)
এইটারে বলে hip*hop (hip*hop)
আঁধারের পর্দা ঠেলে আনবো আমি সূর্য
পাথরে ফুল ফুটাবো, পূরণ করবো স্বপ্ন
আপনের কাছে কয়লা, পরের কাছে রত্ম
কী আমার পরিচয়, সফর শিখাই ধৈর্য
সব রাস্তা বন্ধ ছিলো, জিবনে না লক্ষ্য ছিলো
সেই সময় hip*hop আমার কাছে এসে বন্ধু হলো
মনের যত ক্ষত ছিলো খাতায় নেমে সংগীত হলো
এইদিক ওইদিক সবদিক খুঁজলাম support *এ কেউ না সামনে এলো
থামানোর চেষ্টা শত, তবু আমি লড়ে যাই
হার থেকে শিখি, আমি ইতিহাস টা লিখে যাই
consistently করি কাজ, underground এর পড়ে তাজ
পিঞ্জিরাতে বন্ধ ছিলো, তবুও তো ছিলাম বাজ
শিকারে নামলে করবো দয়া ছাড়া হত্যা
ভাই তোর লাদেন আর আল কাইদা scene টা
এই দিনটাও থাকবে লিখে ইতিহাসের পাতাই
যে local rap scene টা কে rough একা চালাই
এই সবাই বল hip*hop (hip*hop)
এই সবাই বল hip*hop (hip*hop)
এই কারে বলে hip*hop (hip*hop)
এইটারে বলে hip*hop (hip*hop)
বলিস না gully boy, পুরো city আমার
আমি part time এ যা করি full time তা তোমার
স্বপ্ন তোর rule করার hip*hop টা ঠিক
কিন্তু গান করতে hood লাগে, একা করা শিখ brother
আর কিছু tips দিবে trendy গান বানা bro
trend না brand আমি legacy হয় slowly grow
vision টা high অনেক sky ছুঁবো একদিন bro
আর এদের কাজ কম আর কথা বেশি তাইতো bro
jelousy মাথার উপর কেমনে করবি আমার ক্ষতি
বিশ্বাস আমার নিজের উপর, ভয় শুধু রবের প্রতি
মনেতে ধৈর্য আর রবের উপর বিশ্বাস
এই বিশ্বাস শেষ যেইদিন শেষ হবে নিশ্বাস
পা ও যদি কাটে নামবো হামাগুড়ি দিয়ে race এ
competition নিজেই, এরা আমার থেকে অনেক পিছে
শিখেছি জঙল থেকে মারো না হয় মরো নিজে
এই রাস্তা one way, আর সুযোগ নাই bro দেখার পিছে
এই সবাই বল hip*hop (hip*hop)
এই সবাই বল hip*hop (hip*hop)
এই কারে বলে hip*hop (hip*hop)
এইটারে বলে hip*hop (hip*hop)
rep করি local scene
Random Song Lyrics :
- krasinski - sunderloop lyrics
- grapevine - tornxtantum lyrics
- tequila shawty - blaeker lyrics
- mal de amor - steven aveledo lyrics
- all the way - beezus lyrics
- searching and looking - 22-pistepirkko lyrics
- r u okay - demo - satellite boy lyrics
- tareek - kay kap lyrics
- arm in the rim - ja’caius lafrance lyrics
- mr. krabs - weakenedartist lyrics