lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

attention - raafky lyrics

Loading...

verse : যখন off থাকে mood তখন গোলাপ ফুল ও কাটা লাগে
ছিলাম আমি চুপ তবু বোবার ঘেরা শত্রু থাকে
চুরির সময় ঘুম চোর পালাই গেলে বুদ্ধি বাড়ে
হত্যা করি শব্দ দিয়ে ভরা মাঠে কলম হাতে
এই scene এ সব গুলা same
লাগে সব গুলাই lame
সেই আদিম যুগের পঁচা lyrics
সব খুঁজে fame
আমি game ধরি ১৪ তে
১৪ গুষ্টি পিছে লাগে
সুখ খুঁজি শব্দ তে
অস্ত্র বানাই কলম টা কে
লিখতে থাকি ঘটনা সব যা দেখি দুই চোখে
দুনিয়াটা মায়া আসল ঠিকানা ওই পাতালে
তারা syndicate এর চেটে উঠে
খেটে খাওয়ার ভান করে
আমি শুরু থেকেই একা বল এখন আর কে থামাবে
আমার মন এখন পাথর বল কেমসে সে কাদাবে
hook : যারা attention চাই তাদের tension দাও
যারা tension দেই তাদের মেজবান দাও (2x)

verse : yo gang gang দেখিস আবার হয়ে যাবে gang bang
আমি গান লিখি কারণ এইটা আমার oxygen
oxygen মোড়ে যত jam ততো মনে pain
এই pain দিলো শিক্ষা শিখাইনা যেইটা school
আমি primary school এ থেকে drugs দেখি fool
তোর যেইটা দুস্বপ্ন সেইটাই আমার জীবন bro
৭ বছর গান বানাই বলে কেনো হয়না grow
ওরা viral জিনিস খোঁজে আর আমরা বানাই history
তুই বুঝোস সঙিত মানে শুধু প্রেমের story
শব্দের হয় অর্থ পরে পিছে কষ্ট আগে আমি
২০২২ এসেও ২০*এর বিষ টা feel করি
সিধা*সাধা ছেলেটারে তোরাই করলি খারাপ
আজ খারাপ হওয়ার পরে কেনো খুঁজতে আসলি জবাব
তুই আমি same we all are dealing with some pain
হবে gain raafky insane

hook : যারা attention চাই তাদের tension দাও
যারা tension দেই তাদের মেজবান দাও (2x)

verse : i’m on my knees এইবার grow হবে scene পুরা
চট্টগ্রাম বীরের এইখানে ভীতুর জায়গা নেই খোকা
শিল্পকে মর্ম কেমনে দিবে এইসব মুর্খরা
rapper আর dj এক না পার্থক্য টা বুঝ বেডা
তুই বুঝোস সঙিত মানে শুধু প্রেমের ব্যর্থতা
hip hop টা বাস্তবা বাস্তব আমার journey টা
বড় এক রহস্য দিলাম মনে ধামাচাপা
শিক্ষা দেই হারে আমি হেরেও কাজে দক্ষ বেডা
লক্ষ্য একটাই শুধরে নিবো নিজের করা ভুল গুলা
একদিন পুরা দুনিয়া বুঝবে মানে আমার bars গুলার
curse লাগে life i got my past to fight with
tight আমার verse i need a beat bro f*ck ওএএদ
i need a beat bro f*ck weed
i need a beat bro f*ck weed
i’m just fighting with my life cause life aint easy
music হয়ে গেলো নেশা no days off i’m busy
hook : যারা attention চাই তাদের tension দাও
যারা tension দেই তাদের মেজবান দাও (2x)

Random Song Lyrics :

Popular

Loading...