thikana feat. the mk - raa je lyrics
thikana feat. the mk lyrics
আমার পরিচয় টা শিল্পী, সংগীত ঠিকানা।
এইখানে শেখার শেষ নাই, শিল্পী শেখা ছাড়ে না।
শিল্পী জিতে নয়তো শিখে, কিন্তু হারতে জানে না।
ব্যর্থতা মেনে নিবে, চেষ্টা না করাকে না।
বিদায় ভুল করে স্থির থাকা মূর্খতাকে।
আমি ভুল করে শিখি,নাইকো লজ্জা তাতে।
জিতে ব্যর্থতা যে, তাকে আর আটকাবে কে?
আমার লক্ষ্য অটুট, পারবেনা থামাতে।
শিল্পী সফলতার আগ পর্যন্ত ব্যর্থ হয়
চেষ্টা থামেনা, এটা শেষ প্রান্ত নয়।
ব্যর্থতার ভয়ে হাল ছাড়া পরাজয়।
বিজয়ী হার মানে না, আছে শেষ প্রান্তে জয়।
আমার বিশ্বাস, স্বপ্ন দেখার সুযোগ করে দেয়।
আমার বিশ্বাস আমাকে লড়তে শেখায়।
ন থাকলে বিশ্বাস, শত বাঁধা পথ রুখে দেয়।
যদি বিশ্বাস থাকে, দেখা হবে বিজয়ে।
শিল্পী প্রতিযোগিতা কখনও ভয় করেনা।
সীমানায় আটকা পড়েনা বরং জয় করে তা।
আজুহাত কখনও সাফল্যের স্বাদ পাবেনা।
পরিশ্রম ছাড়া প্রতিভার মান থাকেনা।
কেন সকলের তুলনায় সফলতায় দেরি?
আমি আলতো হাসিতে প্রশ্নের জবাবে বলি
কারণ দ্রুত তৈরি হয় ক্ষুদ্র বাড়ি।
আমি ধৈর্য ধরে, শিল্পের প্রাসাদ গড়ি।
আমি পড়ে গেলে ঠিক আবারো গর্জে উঠি।
আমি ভুল করে, ভুল থেকে শিখতে জানি।
Random Song Lyrics :
- mac song - king anatoliy lyrics
- el paso marco - marco-9 lyrics
- efsharuyot - אפשרויות - lukach - לוקץ׳ lyrics
- never been nobody - ray majoros lyrics
- voices - atlas road crew lyrics
- aims&obstacles - gizzy lyrics
- kobe - jazz bandana lyrics
- the 1 - indica lyrics
- quem viver verá - sabotage lyrics
- alien (aylien diss) - john dread lyrics