koishor - q4 lyrics
Loading...
জীবন যখন ছুটে চলে
নদীর মত
মেঘ যখন বৃষ্টি ঝরায়
ব্যস্ত নগরে
ফিরে যেতে চাই আবার
ফেলে আসা কৈশরে
আমার খেলার মাঠ
আর লাল নীল ঘুড়ি
আমার সেই বিকেল
বন্ধুদের আড্ডায়
জানি ফিরে যাওয়া যাবে না আর
আগের মত…
সময় যখন দুখের মিছিলে
একাকী গান গায়
রাত যখন কষ্টের উৎসবে
কেঁদে কেঁদে যায়
ফিরে যেতে চাই আবার
ফেলে আসা কৈশরে
আমার খেলার মাঠ আর
লাল নীল ঘুড়ি
আমার সেই বিকেল
বন্ধুদের আড্ডায়
জানি ফিরে যাওয়া যাবে না আর
আগের মত…
মনে পড়ে তোমাকে
প্রতিটি গান শেষে
মনে পড়ে তোমাকে
হারানো গল্পে গল্পে
দেখা হবে
দিন শেষে স্বর্গে
কথা হবে
চোখে চোখ রেখে…
Random Song Lyrics :
- stand - howe lyrics
- fabulesque - quindywarhol lyrics
- perdóname - chicos de barrio lyrics
- shootem up bang - peewee longway lyrics
- nie ukrywajmy faktów - bryx (fenix crew) lyrics
- i dont need you... - daxgun lyrics
- stratone disstrack - misu lyrics
- out of my head - pfv lyrics
- skagerak - stefan andersson lyrics
- there'll be joy, joy, joy - the carter family lyrics