
rashtrohin - promise (ind) lyrics
[chorus]
যাচ্ছি কোনো রাষ্ট্রহীন
জেলে আমি স্বল্প বিস্তার
যাচ্ছি কোনো শর্তহীন
দিলাম তোকে অল্প নিস্তার
যাচ্ছি কোনো,কোনো
দেখছি অন্য, অন্য
b*tch*টা ভিন্ন, ধন্য
আমি হিংস্র, বন্য
আমি drinks আর নেবো না
আমি dreams আর দেখবো না
ওদের cringe আমি নেবো না
share করবো না আমার ঠিকানা
[verse 1]
একটা bad b*tch আমার চাইছে soul*টা
আমি দিচ্ছি তাকে আমার খাঁড়া ধোনটা
আমি বিন্দুমাত্র সিদ্ধ*ছিদ্র মনটা রেখে
বৃহত্তর trip*এ ৮*টা ঘণ্টা
আমার মনে তার জায়গাটা কম*কম
ওরা জানে promise একটা অমৃত.com (pom)
আমার জেঠুর ছেলে নিলো ডিগ্রিতে b.com (bomb)
ও জানে আমার থেকে ওর business brain টা কম*কম
আমি পশ্চিমবঙ্গের একমাত্র উন্নত প্রাণী
আমার চোখে নেই গ্লানি, আমি জানি
চারটে b*tch সাজে funny
আমি চুদলাম একটা dummy
অমি খেলাম একটা প্রাণী
আমার কর্তব্যের মধ্যে পড়ে
তাই টানলাম ওদের ঘানি
আর কী হলো? (ওহ*ওহ)
[pre*chorus]
আমার মনে হয় তোমার মন খারাপ
(তোমার মন খারাপ,তোমার মন খারাপ)
আমার মনে হয় ওদের brain খারাপ
(ওদের brain খারাপ, ওদের brain খারাপ)
আমি চাই না আর সুখ হারাক (আর সুখ হারাক)
ওরা শুয়োরের বাচ্চা গিয়ে মুখ পোড়াক
(ওরা মুখ পোড়াক, ওরা মুখ পোড়াক)
[chorus]
যাচ্ছি কোনো রাষ্ট্রহীন
জেলে আমি স্বল্প বিস্তার (স্বল্প বিস্তার)
যাচ্ছি কোনো শর্তহীন
দিলাম তোকে অল্প নিস্তার (অল্প নিস্তার)
যাচ্ছি কোনো, কোনো
দেখছি অন্য, অন্য
b*tch*টা ভিন্ন, ধন্য
আমি হিংস্র, বন্য
আমি drinks আর নেবো না (drinks আমি নেবো না)
আমি dreams আর দেখবো না (dreams আর দেখবো না)
ওদের cringe আমি নেবো না (oh*oh*oh)
share করবো না আমার ঠিকানা (yeah, yeah*yeah)
[outro]
না, না, না*না*না, no (woah*oh*oh)
না, না, না*না*না, no (oh*oh*woah)
না, না, না*না*না, no (yeah*oh*oh)
না, না, না*না*না, no (ah*ah*oh)
yeah, yeah, yeah, yeah (oh)
Random Song Lyrics :
- blue monday - spons lyrics
- gimme my lime (feat. briiza) - ivixen lyrics
- numb - tj holland lyrics
- ask her - saint omane lyrics
- fts (kys) - drain lyrics
- like me - knowchrxs lyrics
- fool me - chyl lyrics
- pahalı - myndless grimes, nota & m9 lyrics
- in a dream (acoustic) - edge of paradise lyrics
- christ walk - cpr scriptz lyrics