lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

utthankothon (revived) - prokash singha lyrics

Loading...

জানি আজও ভুলতে পারিনি
আমি তোমায়
মাঝরাতে আজও কাতরাই
হৃদয় ভাঙার ব্যাথায়
তবু দিচ্ছি কথা
ভুলে যাবো
একদিন আমি তোমায়

ভেঙে যাবো না
আমি তো আর
সময় হয়েছে
আকাশ ছোঁয়ার
দেখে উত্থান এবার আমার
সাধ্য হবে না ছুঁয়েও দেখার
ভেঙে যাবো না
আমি তো আর
সময় হয়েছে
আকাশ ছোঁয়ার
দেখে উত্থান এবার আমার
সাধ্য হবে না ছুঁয়েও দেখার

হ্যাঁ ভালোবেসেছিলাম তাই
বারংবার ভেঙে গেছি
আঘাত পেয়েও তোমার কাছে
ভালোবাসাই চেয়ে গেছি
তবু মুছে দেবো
হৃদয় থেকে
একদিন আমি তোমায়
ভেঙে যাবো না
আমি তো আর
সময় হয়েছে
আকাশ ছোঁয়ার
দেখে উত্থান এবার আমার
সাধ্য হবে না ছুঁয়েও দেখার
ভেঙে যাবো না
আমি তো আর
সময় হয়েছে
আকাশ ছোঁয়ার
দেখে উত্থান এবার আমার
সাধ্য হবে না ছুঁয়েও দেখার

সময় তো একদিন আসে সবার
ভেঙে দেবো ভুল ধারণা তোমার
সময় হয়েছে ঘুরে দাঁড়াবার
কথা দিচ্ছি প্রমাণ করবো এবার

Random Song Lyrics :

Popular

Loading...