shotti naki bhul - pritom hasan lyrics
Loading...
[pre-chorus]
তোমার কাছে আমার কিছু বলার আছে
কেন আমার মন পড়ে থাকে তোমার কাছে?
এক হাসিতে কেড়ে নিলে ঘুম
তুমি ছাড়া কিছু ভালো লাগে না যে
[chorus]
একি সত্যি নাকি ভুল
একি সত্যি নাকি ভুল
তুমি হবে কি হৃদয় নদীর কূল?
[verse 1]
ঐ যে আকাশ
আকাশ এর নীলে নীলে
পাহাড়ি মেঘে ঘর বানাবো
যাবে কি সাথে?
ঐ যে সাগর
সাগর এর ঢেউ-এ ঢেউ-এ
ভেসে যাবো
রবে কি তুমি পাশে?
[pre-chorus]
জানো, আমার আরেক আমি থাকে তোমার কাছে
কেন আমার মন পড়ে থাকে তোমার কাছে?
এক হাসিতে কেড়ে নিলে ঘুম
তুমি ছাড়া কিছু ভালো লাগে না যে
[chorus]
একি সত্যি নাকি ভুল
একি সত্যি নাকি ভুল
তুমি হবে কি হৃদয় নদীর কূল?
একি সত্যি নাকি ভুল
একি সত্যি নাকি ভুল
তুমি হবে কি হৃদয় নদীর কূল?
Random Song Lyrics :
- el chupacabra vs mothman - eddiefrb lyrics
- nothing inside - doughboys lyrics
- bound by blood (live) - rustage lyrics
- court you forever - jerick nucasa lyrics
- death row - imperfecta lyrics
- abstand - lnsyy lyrics
- libertad - casus belli lyrics
- intro x dribbla - cano30 lyrics
- napsdas - naps lyrics
- show for face - magmoosir lyrics