![lirikcinta.com](https://www.lirikcinta.com/statik/logonew.png)
shesh upohar - pritom hasan lyrics
[chorus]
নেই তো আর আমার কাছে জমা
তোমার দেয়া কিছুই ভাঙা হৃদয় বাদে
সে তোমার দেয়া শেষ উপহার
যা নিয়ে প্রতিরাত নীরব দু’চোখ কাঁদে
[pre*chorus]
তোমার মতোন পুরনো ব্যথায় অন্যের হৃদয় ভাঙি
এতটা কি হৃদয়হীনা আমি?
অভিমানে অন্ধ সাগর দিতে গেলে পাড়ি
নিজের কিছু কি থাকে আর বাকি?
[chorus]
তাই নেই তো আর আমার কাছে জমা
তোমার দেয়া কিছুই ভাঙা হৃদয় বাদে
সে তোমার দেয়া শেষ উপহার
যা নিয়ে প্রতিরাত নীরব দু’চোখ কাঁদে
[instrumental break]
[pre*chorus]
কে রাখে ঘৃণার হিসেব*নিকেশ
ভালোবাসার নামে সবই ছিল নিষেধ
কে দেখে প্রতি হাতের দাগে
অপমানের রেখায় তোমার*আমার বিবেক
ভুল ধরে চলে গেলে, ফিরেও দেখোনি
এতটা কি এলোমেলো আমি?
অভিমানে অন্ধ সাগর দিতে গেলে পাড়ি
নিজের কিছু কি থাকে আর বাকি?
[chorus]
তাই নেই তো আর আমার কাছে জমা
তোমার দেয়া কিছুই ভাঙা হৃদয় বাদে
সে তোমার দেয়া শেষ উপহার
যা নিয়ে প্রতিরাত নীরব দু’চোখ কাঁদে
Random Song Lyrics :
- dinner's served - scum (usa) lyrics
- segue o plano (ao vivo) - kevin o chris lyrics
- never to resurrect - kedar lyrics
- double trouble - beat by beat press lyrics
- space travelers - hvl lyrics
- werk - mvntana & pyt ny lyrics
- bei der nacht - woodi lyrics
- big gng sht - blckpub lyrics
- skin and bone - ktu (kieran galloway) lyrics
- diamond smiles - jay bennett lyrics