lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

joy porajoy - pritom hasan lyrics

Loading...

[verse 1]
চুপ করে কি তুমি অবাক?
একা জেগে জেগে সারারাত
রেখেছো জমা অভিযোগ নিজের কাছে
ও দু’চোখ বলে দেয় সব আমায়
ভালো নেই, ভালো নেই মন তোমার
আমিহীন কে আপন বলো তোমার আছে

[pre*chorus]
নীরবে আগুন জ্বলে যায় হৃদয়ের মাঝে
আলোহীন এ রাত কেটে যায় তোমারই খেয়ালে
তোমারই খেয়ালে

[chorus]
জয়*পরাজয় তোমারই নামে
ভেঙে অভিমান ফিরে আসো না কাছে
এ মন দিলাম তোমারই নামে
ভেঙে অভিমান ফিরে আসো না কাছে

[instrumental break]

[verse 2]
হয় রাত যত গভীর আরো গভীরে ডুবি
পুরনো ভুলের স্মৃতিতে
আমাকে করে দিলে পর
পলকে হবে আপন ছলনার এ পৃথিবীতে
[pre*chorus]
নীরবে আগুন জ্বলে যায় হৃদয়ের মাঝে
আলোহীন এ রাত কেটে যায় তোমারই খেয়ালে
তোমারই খেয়ালে

[chorus]
জয়*পরাজয় তোমারই নামে
ভেঙে অভিমান ফিরে আসো না কাছে
এ মন দিলাম তোমারই নামে
ভেঙে অভিমান ফিরে আসো না কাছে

Random Song Lyrics :

Popular

Loading...