joy porajoy - pritom hasan lyrics
Loading...
[verse 1]
চুপ করে কি তুমি অবাক?
একা জেগে জেগে সারারাত
রেখেছো জমা অভিযোগ নিজের কাছে
ও দু’চোখ বলে দেয় সব আমায়
ভালো নেই, ভালো নেই মন তোমার
আমিহীন কে আপন বলো তোমার আছে
[pre*chorus]
নীরবে আগুন জ্বলে যায় হৃদয়ের মাঝে
আলোহীন এ রাত কেটে যায় তোমারই খেয়ালে
তোমারই খেয়ালে
[chorus]
জয়*পরাজয় তোমারই নামে
ভেঙে অভিমান ফিরে আসো না কাছে
এ মন দিলাম তোমারই নামে
ভেঙে অভিমান ফিরে আসো না কাছে
[instrumental break]
[verse 2]
হয় রাত যত গভীর আরো গভীরে ডুবি
পুরনো ভুলের স্মৃতিতে
আমাকে করে দিলে পর
পলকে হবে আপন ছলনার এ পৃথিবীতে
[pre*chorus]
নীরবে আগুন জ্বলে যায় হৃদয়ের মাঝে
আলোহীন এ রাত কেটে যায় তোমারই খেয়ালে
তোমারই খেয়ালে
[chorus]
জয়*পরাজয় তোমারই নামে
ভেঙে অভিমান ফিরে আসো না কাছে
এ মন দিলাম তোমারই নামে
ভেঙে অভিমান ফিরে আসো না কাছে
Random Song Lyrics :
- wall song - the lazours lyrics
- holofotes (“spotlights”) - nils landgren lyrics
- васенька (vassenka) - миша маваши (misha mavashi) lyrics
- nothing less - awon & phoniks lyrics
- ištirpo - tomas & luna lyrics
- solo (remix) - jennie lyrics
- resolve - kuru lyrics
- new level - youngike lyrics
- y la hice llorar - los ángeles azules lyrics
- así tan fácil - silvia & karmen lyrics