![lirikcinta.com](https://www.lirikcinta.com/statik/logonew.png)
ma lo ma | coke studio bangla - pritom hasan, shagor dewan & aly hasan lyrics
[chorus: arif dewan]
মা লো মা, ঝি লো ঝি
বইন লো বইন, করলাম কী?
রঙ্গে ভাঙ্গা নৌকা
বাইতে আইলাম গাঙ্গে
[post*chorus: chhad petano choir]
কালীর নয়নজলে
জলে বুক ভেসে যায়
কী সাপে কামড়াইলো আমার
দুর্লভ লকাইর গায়
কালীর নয়নজলে
জলে বুক ভেসে যায়
কী সাপে কামড়াইলো আমার
দুর্লভ লকাইর গায়
আর কোথায় রে মা মনসা
তোমায় প্রণাম জানাই
কালীর নয়নজলে
[chorus: sh*gor dewan]
মা লো মা, ঝি লো ঝি
বইন লো বইন, আমি করলাম কী?
রঙ্গে ভাঙ্গা নৌকা
বাইতে আইলাম গাঙ্গে
মা লো মা, ঝি লো ঝি
বইন লো বইন, আমি করলাম কী?
রঙ্গে ভাঙ্গা নৌকা
বাইতে আইলাম গাঙ্গে
[verse 1: sh*gor dewan]
ছিলাম শিশু, ছিলাম ভালা
না ছিলো সংসারের জ্বালা
সদাই থাকিতাম মায়ের সঙ্গে
ছিলাম শিশু, ছিলাম ভালা
না ছিলো সংসারের জ্বালা
সদাই থাকিতাম মায়ের সঙ্গে
আমার দেহেতে আইলো জুয়ানি
উজান বহে গাঙ্গের পানি
কামিনী বসিলো ভাব অঙ্গে
ভাঙ্গা নৌকা বাইতে
আইলাম গাঙ্গে
[chorus: sh*gor dewan]
মা লো মা, ঝি লো ঝি
বইন লো বইন, আমি করলাম কী?
রঙ্গে ভাঙ্গা নৌকা
বাইতে আইলাম গাঙ্গে
মা লো মা, ঝি লো ঝি
বইন লো বইন, আমি করলাম কী?
রঙ্গে ভাঙ্গা নৌকা
বাইতে আইলাম গাঙ্গে
[post*chorus : md. sokir sheikh, chhad petano choir]
আছেন ভালো গানের মাস্টার সালামও জানাই
কালীর নয়নজলে
জলে বুক ভেসে যায়
কী সাপে কামড়াইলো আমার
দুর্লভ লকাইর গায়
কালীর নয়ন জলে
[verse 2: aly hasan]
ভাই, এই এইযে এদিকে
ও এ বড়ো ভাই
এই উপরওয়ালা পাঠাইসে মায়েরই কোলে
বুঝি নাই দুনিয়াতে কি খেলা চলে
সবাই তো আদর করতো
ও লে লে লে লে
যৌবন যায় ঝাউবনেতে সংসারের ছলে
আমার রঙিন দুনিয়ায় কি আর সাদা কালা চলে
ডাইলের মজা তলে যদি ভালো মতো গলে
ঠিক মতো বাইতে পারলে ভাঙ্গা নৌকাও চলে
ভাইয়া, সাঁতার না জানা থাকলে ডুইবা মরবেন জলে
হুম, আপনি কি ভাবতেসেন ভাই
আপনার নৌকায় leak আসে?
আমি তো দেখতেসি ভাই আপনার নৌকা ঠিক আসে
জীবনের চলার পথে নাই নাই ভি দিক আসে
সঠিক দিক যাইতে পারলে সুন্দর একটা দ্বীপ আসে
দুনিয়া ঘুরতাসে, কে ঘুরায় খুঁজতে হইবো
বিষয়টা বুঝতে হইবো, খাইয়া মুখ মুছতে হইবো
জীবনের তরী বাইয়া জায়গামতো যাইতে হবে
তরিকা সবারই এক ভাঙ্গা নৌকা বাইতে হইবো
দুনিয়ায় আইসি কিছুই ছিল না অঙ্গে
ভালো কাজ ছাড়া কিছু যাইবো না সঙ্গে
দেওয়ান ভাই দেওয়ানা হইয়া দেখি কান্দে
রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইসে গাঙ্গে
রঙ্গে রঙ্গে ভাঙ্গা নৌকা
ভাই আপনিই গান
[pre*chorus: arif dewan, sh*gor dewan]
ছিলাম জুয়ান হইছি বুড়া
লইড়া গেছে বাঁকা গোড়া
গলই তলা যেতে চায় মোর ভেঙ্গে
ছিলাম জুয়ান হইছি বুড়া
লইড়া গেছে বাঁকা গোড়া
গলই তলা যেতে চায় মোর ভেঙ্গে
ও তাই ভেবে কয় খালেক দেওয়ানে
চিন্তা করো আপন মনে
মানুষ একদিন মিশিবে মাটির সঙ্গে
ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে
[chorus: sh*gor dewan]
মা লো মা, ঝি লো ঝি
বইন লো বইন, আমি করলাম কী?
রঙ্গে ভাঙ্গা নৌকা
বাইতে আইলাম গাঙ্গে
মা লো মা, ঝি লো ঝি
বইন লো বইন, আমি করলাম কী?
রঙ্গে ভাঙ্গা নৌকা
বাইতে আইলাম গাঙ্গে
[outro: chhad petano choir]
কালীর নয়নজলে
জলে বুক ভেসে যায়
কী সাপে কামড়াইলো আমার
দুর্লভ লকাইর গায়
কালীর নয়নজলে
জলে বুক ভেসে যায়
কী সাপে কামড়াইলো আমার
দুর্লভ লকাইর গায়
গানটা আমার ইতিমধ্যে শেষ করিয়া যাই
কালীর নয়নজলে
Random Song Lyrics :
- hum - blvckgod lyrics
- strangers - elephant stone lyrics
- get back - the rescues lyrics
- anioł - młody m/radonis lyrics
- la corneille - michel faubert lyrics
- golden skin - the belair lip bombs lyrics
- landlord - marina p & stand high patrol lyrics
- yula (ma fiancée galactique) - mickey 3d lyrics
- wisdom - the brian jonestown massacre lyrics
- el cementerio - seadragon lyrics