laage ura dhura (from "toofan") - pritom hasan & debosrie antara lyrics
[intro: pritom hasan]
লাগে উরাধুরা
লাগে উরাধুরা
তুমি কোন শহরের মাইয়া গো
লাগে উরাধুরা
[verse 1: pritom hasan]
সজনী, সজনী তোমারে দেখিয়া
মাতাল হইয়া রাতের ঘুম গেল উড়িয়া
সোহাগ চাঁদ বদনী ঘুঙুর পায়ে দিয়া
নাচো ও সখি তোমারে দেখি পরাণও ভরিয়া
আগুন দেও লাগাইয়া মনের ঠিকানায়
মামলা হইলে পরে দেইখা নিবো থানায়
রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা
দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া
[pre*chorus: debosrie antara]
ও সখা গো
প্রেমে মোরে দিও না ধরা
ধরা দিলে তোমার মন ভাইঙা হবে গুড়া গুড়া
[chorus: pritom hasan]
তুমি কোন শহরের মাইয়া গো
লাগে উরা ধুরা
তুমি কোন শহরের মাইয়া গো
লাগে উরাধুরা
তোমারে যে দেখলে পরে
তোমারে যে দেখলে পরে
পুরা মাথা ঘুরায় গো
লাগে উরাধুরা
[verse 2: pritom hasan]
লাগে উরাধুরা ঢেউ খেলানো চুলে
লাগে উরাধুরা ঝুমকা কানের দুলে
লাগে আউলা*ঝাউলা রূপ দেইখ্যা তোমারই
তুমি চাইলে তোমায় কিইনা দিমু লাল ferari গাড়ি
রাতে স্বপ্নে তোমায় ধরতে যাই জড়াইয়া
ভাঙে ঘুম সকালে দিগ্বিদিক হারাইয়া
রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা
দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া
[pre*chorus: debosrie antara]
ও সখা গো
প্রেমে মোরে দিও না ধরা
ধরা দিলে তোমার মন ভাইঙা হবে গুড়া গুড়া
[chorus: pritom hasan]
তুমি কোন শহরের মাইয়া গো
লাগে উরাধুরা
তুমি কোন শহরের মাইয়া গো
লাগে উরাধুরা
তোমারে যে দেখলে পরে
তোমারে যে দেখলে পরে
পুরা মাথা ঘুরায় গো
লাগে উরাধুরা
তুমি কোন শহরের মাইয়া গো
লাগে উরাধুরা
তুমি কোন শহরের মাইয়া গো
লাগে উরাধুরা
তুমি কোন শহরের মাইয়া গো (মাইয়া গো, মাইয়া গো)
লাগে উরাধুরা (লাগে উরাধুরা)
লাগে উরাধুরা (লাগে উরাধুরা)
তুমি কোন শহরের মাইয়া গো
লাগে উরাধুরা
Random Song Lyrics :
- too comfortable - aq (aqeel quinn) lyrics
- balaclava - koyoffe lyrics
- just in time - maura o'connell lyrics
- the kick - alf the explicit lyrics
- intro - joxic the kidd lyrics
- purgatory 2 - unotheactivist lyrics
- 5 2 9 - lew lyrics
- gates - dexndre lyrics
- emoticon - alchimia lyrics
- обстрел (shelling) - контратака (kontrataka) lyrics