tumar lakhan manush - prince sohan lyrics
বেঈমানী আইজ তোমার লাখান মানসে যদি করে তে মনে করমু এ দুনিয়াত সবে মিছা মাতে
কথা দিয়া কেউরে যদি কেউ রাখতো না পারে তে তোমার লাখান মানসে কেনে গাল ফুলাইয়া মরে?
ভালা পাওয়ার সবটি যদি হাছা ইইয়া থাকে তে
প্রেম পিরিতির খেলাত আজকে লালে কেমনে হারে
মনটা কেউরে দেওয়া যদি পাপ না হইয়া থাকে
তোমার লাখান মানসে কেনে বুকে লাত্তি মারে
ভাই বেরাদার সবে লালরে পাগল কইয়া ডাকে আর
তোমার লাখান মানসে হুইনা দাঁত দেখাইয়া হাসে
ভালা পাওয়ার সবটি যদি হাছা ইইয়া থাকে তে
প্রেম পিরিতির খেলাত আজকে লালে কেমনে হারে
মনটা কেউরে দেওয়া যদি পাপ না হইয়া থাকে তে
তোমার লাখান মানসে কেনে বুকে লাত্তি মারে
ভাই বেরাদার সবে লালরে পাগল কইয়া ডাকে আর
তোমার লাখান মানসে হুইনা দাঁত দেখাইয়া হাসে
রাস্তায় মাঝে পয়লা দিনো দেইখা মনে হইছে
আসমান থেকে উস্টা খাইয়া পরী একগু পড়ছে
কিতার লাগি সামনে আইয়া মাথা নস্ট করছে
হাসি দেইখা কইলাম আমার ১২ টা আইজ বাজছে
বিষ মাখাইয়া তীরের মতো আমার বুকো মারছে
পয়লা একগু পুরী দেইখা এতো ভালা লাগছে
আল্লায় তোমার মুখটা দেখার লাগি আজ বাচাইয়া রাখছে হাছাইন রাজা গানের মাঝে তোমার কথা লেখছে, লাল একলা একশো তার বাদেও তোমারে আইজ মানছে। কেমনে কিতা কইরা আইজ লালরে পাগল করছে। ভিরতে খালি কাফরে লাগের ব্লাড প্রেশার টা বাড়ছে, প্রেম পিরিতির শখ লালের আজকে উঠছে। বহুত মানুষ আছে দুনিয়ার খালি নিজের চিন্তা করে, আর লালের আশায় বেঈমান হক্কলে পিঠেত চাকু মারে
ভালা পাওয়ার সবটি যদি হাছা ইইয়া থাকে তে
প্রেম পিরিতির খেলাত আজকে লালে কেমনে হারে
মনটা কেউরে দেওয়া যদি পাপ না হইয়া থাকে
তোমার লাখান মানসে কেনে বুকে লাত্তি মারে
ভাই বেরাদার সবে লালরে পাগল কইয়া ডাকে আর
তোমার লাখান মানসে হুইনা দাঁত দেখাইয়া হাসে
ভালা পাওয়ার সবটি যদি হাছা ইইয়া থাকে তে
প্রেম পিরিতির খেলাত আজকে লালে কেমনে হারে
মনটা কেউরে দেওয়া যদি পাপ না হইয়া থাকে তে
তোমার লাখান মানসে কেনে বুকে লাত্তি মারে
ভাই বেরাদার সবে লালরে পাগল কইয়া ডাকে আর
তোমার লাখান মানসে হুইনা দাঁত দেখাইয়া হাসে
ঘরো আইয়া পয়লা দিনো এমন চিন্তাত পড়লাম
এক উছিলা বাইর না করে কিলা গিয়া মাততাম
খাতা একটা আস্তা ভইরা লিস্টো একটা করলাম
হাজার কথা মনের মাঝো কনটা গিয়াই কইতাম
লেখাপড়া বাদ দিয়া কোন টেনশনে পড়লাম
লাল মিয়া আজ আটকি গেছি মনে মনে কইলাম
অতো সাহস বুকের মাঝো আজকে কেনে কাফরাম
ঘুমটা গেছে হারাম হইয়া ধৈর্য ধইরা থাকলাম
একদিন বুকো সাহস লইয়া মনের কথা কইলাম
সবুর করলে মেওয়া ফলে পিছে পিছে হাটলাম
বহুত কস্ট কইরা তেমার মনটা হেসে গিয়া পাইলাম
প্রেম পিরিতির খেলাই বড় কস্ট কইরা জিতলাম। মানুষ আছে সামনে আইয়া সালাম খালি করে আর শুটকি মানুষ চোখে পড়লে হিংসা কইরা মরে
ভালা পাওয়ার সবটি যদি হাছা ইইয়া থাকে তে
প্রেম পিরিতির খেলাত আজকে লালে কেমনে হারে
মনটা কাউরে দেওয়া যদি পাপ না হইয়া থাকে
তোমার লাখান মানসে কেনে বুকে লাত্তি মারে
ভাই বেরাদার সবে লালরে পাগল কইয়া ডাকে আর
তোমার লাখান মানসে হুইনা দাঁত দেখাইয়া হাসে
ভালা পাওয়ার সবটি যদি হাছা ইইয়া থাকে তে
প্রেম পিরিতির খেলাত আজকে লালে কেমনে হারে
মনটা কাউরে দেওয়া যদি পাপ না হইয়া থাকে তে
তোমার লাখান মানসে কেনে বুকে লাত্তি মারে
ভাই বেরাদার সবে লালরে পাগল কইয়া ডাকে আর
তোমার লাখান মানসে হুইনা দাঁত দেখাইয়া হাসে
মনটা আমার হাইজ্যাক করছে তোমার লাখান চুরে
বহুত কস্ট দিয়া গেছো কিন্তু আইজ ও মনে পড়ে
মাথা আমার মটর ছাড়া চাক্কার লাখান ঘুড়ে
চার অবাইদি লাইটোর বাহার আন্ধার কেনে লাগে
কম গড়ের দুনিয়াটা দুষতো সবে করে
সব দুষ আইয়া গুলির লাখান লালোর উপরে পড়ে
সবার কথা হুনছো খালি লালোর কথা বাদে
মানুষ আমি খারাপ কিন্তু আমার দিনও আছে
বুকের আগুন আইজ পর্যন্ত লাকড়ির লাখান জলে
চোখের পানির বণ্যা আমার একদিন নাইমা আইলে
তোমার লাখান মানুষ জেনে দুইনায় ডুইবা মরে
তোমার লাখান বেঈমানী আইজ করতো যদি লালে
বুঝলাইওনে আসমান কিলা মাথাত ভাইংগা পড়ে
প্রেম পিরিতি হাছা হইলে লালে কেমনে হারে
ভালা পাওয়ার সবটি যদি হাছা ইইয়া থাকে তে
প্রেম পিরিতির খেলাত আজকে লালে কেমনে হারে
মনটা কাউরে দেওয়া যদি পাপ না হইয়া থাকে
তোমার লাখান মানসে কেনে বুকে লাত্তি মারে
ভাই বেরাদার সবে লালরে পাগল কইয়া ডাকে আর
তোমার লাখান মানসে হুইনা দাঁত দেখাইয়া হাসে
ভালা পাওয়ার সবটি যদি হাছা ইইয়া থাকে তে
প্রেম পিরিতির খেলাত আজকে লালে কেমনে হারে
মনটা কাউরে দেওয়া যদি পাপ না হইয়া থাকে তে
তোমার লাখান মানসে কেনে বুকে লাত্তি মারে
ভাই বেরাদার সবে লালরে পাগল কইয়া ডাকে আর
তোমার লাখান মানসে হুইনা দাঁত দেখাইয়া হাসে।
Random Song Lyrics :
- lonely 4 the first time - jrilla lyrics
- trapped - hoodrixh mar lyrics
- jeffy hardy freestlye - donkey fart lyrics
- vexed - yung flex lyrics
- strictly speaking - vilde (se) lyrics
- 小醋瓶 (my little darling) - 田亞霍 (elvis tian) lyrics
- suicide note - teffq lyrics
- bota bota - daf code lyrics
- no bag - thunderrz lyrics
- addiction - the five foot fives lyrics