lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

bhabtei paro - prayer hall lyrics

Loading...

ভাবতেই পারো ক্লান্ত কোনো দুপুরে
ধুলো মেখে মেখে বেজে ওঠা নুপুরে
সুর মেলে ডানা আকাশের উপরে
যাও যদি সুদূর পানে
চেনা কোনো অন্যখানে
ভালোবাসার মেঘে ঘেরা
আসবে যে আমার মনে

আজ তোমার মেঘে মেঘে রংধনু
আজ তোমার মেঘে মেঘে রঙ
আজ তুমি মেঘে মেঘে যেমন ইচ্ছে তেমন
ভালোবাসা নিয়ে আসি আজ আমি
মেঘে মেঘে সারাক্ষণ

ভাবতেই পারো আলোর শেষে
সন্ধ্যা কেন মুচকি হেসে
সুদূরে যায় নিয়ে চলে
তোমার কথা আমায় বলে

ভাবতেই পারো আমরা দূরে
যেমন আছি বহুকাল ধরে
তবুও আজ মেঘের দেশে
শুধুই আমায় মনে পড়ে

আজ তোমার মেঘে মেঘে রংধনু
আজ তোমার মেঘে মেঘে রঙ
আজ তোমার মেঘে মেঘে রংধনু
আজ তোমার মেঘে মেঘে রঙ
আজ তুমি মেঘে মেঘে যেমন ইচ্ছে তেমন
ভালোবাসা নিয়ে আসি আজ আমি
মেঘে মেঘে সারাক্ষণ
আজ তোমার মেঘে মেঘে রংধনু
আজ তোমার মেঘে মেঘে রঙ
আজ তুমি মেঘে মেঘে যেমন ইচ্ছে তেমন
ভালোবাসা নিয়ে আসি আজ আমি
মেঘে মেঘে সারাক্ষণ

আজ তোমার মেঘে মেঘে রংধনু
আজ তোমার মেঘে মেঘে রংধনু
আজ তোমার মেঘে মেঘে রংধনু
আজ তোমার মেঘে মেঘে রংধনু

Random Song Lyrics :

Popular

Loading...